Jalpesh Death: ‘তখনও ডিজে বাজছিল, আচমকাই গোটা শরীর কেঁপে উঠল…’, ভয়ঙ্কর অভিজ্ঞতা শোনালেন জল্পেশের মন্দিরে যাওয়া পুণ্যার্থী

TV9 Bangla Digital | Edited By: অবন্তিকা প্রামাণিক

Aug 01, 2022 | 2:23 PM

Coochbehar: শেষ পাওয়া খবর অনুযায়ী, ১৪ ভর্তি রয়েছেন সেখানে। চিকিৎসা চলছে তাঁদের। গতকালের ঘটনার পর এখনও মেন্টাল ট্রমার মধ্যে দিয়ে যাচ্ছেন আহতরা।

Jalpesh Death: তখনও ডিজে বাজছিল, আচমকাই গোটা শরীর কেঁপে উঠল..., ভয়ঙ্কর অভিজ্ঞতা শোনালেন জল্পেশের মন্দিরে যাওয়া পুণ্যার্থী
দশ পূর্ণ্যার্থীর মৃত্যু (নিজস্ব ছবি)

Follow Us

জলপাইগুড়ি ও কোচবিহার: পিকআপ ভ্যান। তার মধ্যে গাদাগাদি করে রয়েছেন ৩৬ জন। জোরে বাজছে ডিজে (DJ)। গন্তব্য ছিল জল্পেশের শিব মন্দির। শ্রাবণ মাসে শিবের মাথায় জল ঢালতে যাচ্ছিলেন। তখনই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটল মর্মান্তিক দুর্ঘটনা। মৃত্যু হল দশজন পুণ্যার্থীর। বদলে গেল গোটা ছবি। ভরা শ্রাবণে উঠল হাহাকার, কান্নার রোল।

এরপর আহতদের উদ্ধার করে রাত্রিবেলাই জলপাইগুড়ি সুপার স্পেশ্যালিটি হাসপাতালে নিয়ে আসা হয়। শেষ পাওয়া খবর অনুযায়ী, ১৪ ভর্তি রয়েছেন সেখানে। চিকিৎসা চলছে তাঁদের। গতকালের ঘটনার পর এখনও মেন্টাল ট্রমার মধ্যে দিয়ে যাচ্ছেন আহতরা। ইতিমধ্যেই হাসপাতালে এসে পৌঁছেছেন পরিবারের সদস্যরা। হাসপাতালের বেডে শুয়েই টিভি ৯ বাংলাকে অসুস্থ এক যুবক শোনালেন সেই ভয়াবহ অভিজ্ঞতার কথা।  বলেন, ‘বৃষ্টি ছিল। ডিজে বাজছিল। উপরে ত্রিপল টাঙানো হয়েছিল। পরে বৃষ্টি কমে গেলে সেই ত্রিপল খুলে ফেলা হয়। এরপর জেনারেটর খারাপ হয়ে যায়। বৃষ্টির জল লেগেই খারাপ হয়েছিল। তারপর শর্ট সার্কিট হয়ে যায়। আমার গোটা শরীরে যেন কম্পন অনুভূত হল। সকলে চিৎকার করে বাঁচাও-বাঁচাও বলছিল।’

এ দিকে, গোটা ব্যবস্থা নিয়ে প্রশ্ন তুলেছেন বিজেপির জলপাইগুড়ি জেলার সাধারণ সম্পাদক শ্যাম প্রসাদ।নিষিদ্ধ ডিজে বাজিয়ে গাড়ি নিয়ে কিভাবে যাচ্ছেন পুণ্যার্থীরা? বিষয়টি নিয়ে প্রশ্ন তুলে পুলিশ প্রশাসনকে সচেতনতা প্রচার করতে অনুরোধ জানান তিনি। বলেন, ‘যে ঘটনা ঘটেছে তাতে আমরা খুবই দুঃখিত ও মর্মাহত। কিন্তু একটা প্রশ্ন থাকে। প্রশাসন কীভাবে চুপ? তাদের একটু সচেতন হওয়া দরকার ছিল। সচেতনতার জন্য প্রচার করলে আরও ভাল হত।’

মাথাভাঙার অতিরিক্ত পুলিশ সুপার অমিত বর্মা জানান, ‘গাড়িতে থাকা জেনারেটরটি দিয়ে ডিজে বাজানো হচ্ছিল। সেই জেনারেটরটি কোনও ভাবে শর্ট সার্কিট হয়ে গিয়ে এই ঘটনাটি ঘটেছে বলে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে। এরপর সকলকে চ্যাংড়া বান্ধা হাসপাতালে নিয়ে আসা হলে ১০ জনকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। আহত ১৪ জনকে জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। গাড়িটিকে আটক করা হয়েছে। চালক পলাতক। ট্রাফিক পুলিশের তরফে বারণও করা হয় যে ডিজে বাজিয়ে না যেতে। ঘটনার তদন্ত শুরু করা হয়েছে।’

Next Article