Fire brokeout: দাউদাউ করে জ্বলল বাড়ি, ঘরের ভিতরেই ঝলসে মৃত্যু কিশোরীর

Suman Kalyan Bhadra | Edited By: অবন্তিকা প্রামাণিক

Dec 26, 2023 | 6:43 PM

Coochbehar Fire brokeout: মঙ্গলবার তুফানগঞ্জ শহরের তিন নম্বর ওয়ার্ডের সূর্যসেন রোড এলাকায় একটি বাড়িতে আগুন লেগে যায়। কীভাবে সেই আগুন লাগল তা জানতে পারা যায়নি। জানা গিয়েছে, বাড়িটিতে বেশ কয়েকটি পরিবার একসঙ্গে ভাড়া থাকত।

Fire brokeout: দাউদাউ করে জ্বলল বাড়ি, ঘরের ভিতরেই ঝলসে মৃত্যু কিশোরীর
আগুনে ঝলসে মৃত্যু
Image Credit source: Tv9 Bangla

Follow Us

তুফানগঞ্জ: দাউদাউ করে তখন ঘরে জ্বলছে আগুন। আগুন থেকে বাঁচার জন্য তখন প্রাণপণে হাত-পা ছুড়ছেন কিশোরী। কিন্ত নাহ! শেষ রক্ষা হল না। আগুনে ঝলসে গিয়ে মৃত্যু হল ওই কিশোরীর। মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে কোচবিহারের তুফানগঞ্জে।

মঙ্গলবার তুফানগঞ্জ শহরের তিন নম্বর ওয়ার্ডের সূর্যসেন রোড এলাকায় একটি বাড়িতে আগুন লেগে যায়। কীভাবে সেই আগুন লাগল তা জানতে পারা যায়নি। জানা গিয়েছে, বাড়িটিতে বেশ কয়েকটি পরিবার একসঙ্গে ভাড়া থাকত। এ দিন, দুপুর নাগাদ আচমকাই দাউদাউ করে জ্বলতে থাকে ঘরগুলি। সেই সময় আগুনের ভিতর আটকে পড়েন কিশোরী। দগ্ধ হয়ে যায় সে।

আগুন লাগার খবর শুনেই খবর দেওয়া হয় দমকলে। দ্রুত সেখানে এসে উপস্থিত হন দমকল কর্মীরা। প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে আসে আগুন। আগুন লাগাতার কারণ খতিয়ে দেখা হচ্ছে। এলাকার প্রতিবেশী  বলেন, “ঘরে দেখছি ধোঁয়া উঠছে। আমি দৌড়ে এলাম। ততক্ষণে আগুন পুরো ধরে গিয়েছে। আমার মনে হয় পরপর চারটে গ্যাস সিলিন্ডার ফেটে গিয়েছে। যেই সময় আগুন ধরেছে সেই সময় কিশোরী ভিতরে আটকে যায়। আগুনে ঝলসে মারা গিয়েছে।”

Next Article