গীতালদহ: এগিয়ে আসছে পঞ্চায়েত ভোটের দিন। তার আগে ফের অশান্ত হল কোচবিহার জেলার দিনহাটার গিতালদহ। চললো গুলি, বোমা। ধারালো অস্ত্রের আঘাতে আহত একাধিক। তৃণমূল এবং কংগ্রেসের মধ্যে শনিবার রাতে সংঘর্ষ হয় গীতালদহে। এর জেরে তীব্র উত্তেজনা ছড়িয়েছে ওই এলাকায়। ঘটনায় প্রায় ৭ জন আহত হয়েছেন বলে প্রাথমিক ভাবে জানা গিয়েছে। আহতদের প্রথমে দিনহাটা হাসপাতালে ও পরে কোচবিহারের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, কংগ্রেসের পঞ্চায়েত সমিতির প্রার্থীর বাড়িতে তৃণমূল নেতা-কর্মীরা হামলা চালায় বলে অভিযোগ। তৃণমূল নেতা মাফুজার হকের দলবল হামলা চালায় বলে অভিযোগ। কংগ্রেস প্রার্থীর বাড়িতে রাজু হককে খুঁজতে যায় তৃণমূলের মাহফুজুর রহমান সহ আরও সাতজন। সে সময় তাঁদের হাতে আগ্নেয়াস্ত্র ছিল বলেও দাবি করা হয়েছে কংগ্রেসের তরফে। মাহফুজা রহমান ও তাঁর দলবল সেখানে পৌঁছলে কংগ্রেস প্রার্থী লতিফা খাতুন বিবি এবং তাঁর স্বামী রফিকুল হক-সহ বেশ কয়েকজন তৃণমূলকে পাল্টা হামলা করে। সেখানে গুলি-বোমা চলে বলে অভিযোগ। ধারালো অস্ত্র দিয়ে মাফুজার সহ একাধিক তৃণমূল কর্মীদের উপর হামলা চালানো হয়। এর জেরেই আহত হয়েছেন মাফুজার। এর আগেও তাঁর বিরুদ্ধে একাধিক অভিযোগ উঠেছে। গতকালও এক নির্দল প্রার্থীর বাড়িতে হামলার মূল অভিযুক্ত ছিল এই মাফুজার।