AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Udayan Guha vs Suvendu Adhikari: ‘ওর আরও একদিন তুফানগঞ্জে থাকা উচিত ছিল, ওইখানে ভাল চিকিৎসার ব্যবস্থা আছে’

Udayan Guha vs Suvendu Adhikari: এরপর আজ চাঁচাছোলা ভাষায় আজ শুভেন্দুকে পাল্টা আক্রমণ করেন উদয়ন। তিনি বলেন, "খালি মিথ্যাচার করে। মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা আর খানিকটা মানসিক সমস্যা...।

Udayan Guha vs Suvendu Adhikari: 'ওর আরও একদিন তুফানগঞ্জে থাকা উচিত ছিল, ওইখানে ভাল চিকিৎসার ব্যবস্থা আছে'
উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী, উদয়ন গুহ Image Credit: Tv9 Bangla
| Edited By: | Updated on: Aug 06, 2025 | 2:26 PM
Share

কোচবিহার: কোচবিহারে গিয়ে মঙ্গলবার আক্রমণের মুখে পড়েন বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তাঁর গাড়ি ভাঙচুর করা হয়েছে বলে অভিযোগ। শুভেন্দু বারেবারে এই ঘটনায় মদত দেওয়ার অভিযোগে আঙুল তুলেছেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহর বিরুদ্ধে। ইতিমধ্যে তাঁর নামে মামলা রুজু হয়েছে বলেও জানিয়েছেন মন্ত্রী নিজে। পাশাপাশি তুললেন একাধিক প্রশ্নও।

গতকাল হামলার পর শুভেন্দু অভিযোগ করে বলেছিলেন,রোহিঙ্গা ও বাংলাদেশি সংখ্যালঘুরাই হামলা চালিয়েছে। এই নিয়েই প্রশ্ন তোলেন উদয়ন। তিনি বলেন, “আমার নামে এফআইআর হবে এটাতে আশ্চর্য কিছু হইনি। তবে আশ্চর্য হয়েছি, গতকাল থেকে শুভেন্দু বলে আসছিল আমি নাকি রোহিঙ্গাদের মতো ওর উপর আক্রমণ করেছি। কিন্তু আজকে দেখছি যে অভিযোগ পত্র রয়েছে তাতে একজন রোহিঙ্গারও নাম নেই। যাঁদের নাম রয়েছে তারা সবাই এখানকার ভূমিপুত্র। তাহলে কি রোহিঙ্গাদের সঙ্গে বিজেপির গোপন যোগাযোগ রয়েছে?”

বস্তুত, গতকাল থেকেই শুভেন্দু অধিকারী সুর চড়িয়ে আসছিলেন উদয়ন গুহের প্রচ্ছন্ন মদতে বাংলাদেশি রোহিঙ্গারা তাঁর উপর আক্রমণ করেছে। আর তারপরেই কোচবিহার জেলা পুলিশ সুপার কোচবিহার কোতোয়ালি থানা এবং ঘোকসাডাঙ্গা থানায় একযোগে মন্ত্রী উদয়ন গুহ সহ ৪১ জনের নামে অভিযোগ দায়ের করেন শুভেন্দু অধিকারী। আর তারই পাল্টা হিসেবে আজ মন্ত্রী উদয়ন গুহের এই মন্তব্য।

এরপর আজ চাঁচাছোলা ভাষায় আজ শুভেন্দুকে পাল্টা আক্রমণ করেন উদয়ন। তিনি বলেন, “খালি মিথ্যাচার করে। মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা আর খানিকটা মানসিক সমস্যা…। ওর আর একদিন কোচবিহারের তুফানগঞ্জে থাকা উচিত ছিল। ওইখানে ভাল চিকিৎসার ব্যবস্থা আছে। এই রোগের চিকিৎসা কোচবিহারে ভাল হয়।”