Calcutta High Court: উসকে ছিল বিজেপি, নিশীথ প্রামাণিকের উপর হামলায় রাজ্যের রিপোর্টে ক্লিনচিট তৃণমূল সমর্থকদের

Shrabanti Saha | Edited By: অবন্তিকা প্রামাণিক

Mar 22, 2023 | 8:00 AM

Nisith Pramanik: কেন্দ্রীয় প্রতিমন্ত্রী দিনহাটা পৌঁছে যাওয়ার পর অজ্ঞাত কারণে বুরিহাটের দিকে ফিরছিলেন। তারপর ইচ্ছাকৃত ভাবে তৃণমূল পার্টি অফিসের দিকে কনভয় এগিয়ে যাচ্ছিল। তৃণমূল সমর্থকরা পুলিশের পিছনে ছিলেন। বিজেপি সমর্থকরা তৃণমূল সমর্থকদের নানা ভাবে উত্তেজিত করে।

Calcutta High Court: উসকে ছিল বিজেপি, নিশীথ প্রামাণিকের উপর হামলায় রাজ্যের রিপোর্টে ক্লিনচিট তৃণমূল সমর্থকদের
কলকাতা হাইকোর্ট

Follow Us

কোচবিহার: কেন্দ্রীয় মন্ত্রী নিশীথ প্রামাণিকের (Nishith Pramanik) উপর হামলার ঘটনায় রাজ্যের কাছে রিপোর্ট তলব করে কলকাতা হাইকোর্ট (Calcutta High Court)। একই সঙ্গে কেস ডায়েরি পেশ করতে হবে বলে নির্দেশ দেওয়া হয়। হামলার সেই ঘটনায় রাজ্যের রিপোর্টে ক্লিনচিট দেওয়া হল তৃণমূল কংগ্রেস সমর্থকদের। মঙ্গলবার রাজ্যের তরফে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে রিপোর্ট জমা দেওয়া হয়। সেই রিপোর্টে উল্লেখ করা হয় যে, কেন্দ্রীয় প্রতিমন্ত্রী দিনহাটা পৌঁছে যাওয়ার পর অজ্ঞাত কারণে বুরিহাটের দিকে ফিরছিলেন। তারপর ইচ্ছাকৃত ভাবে তৃণমূল পার্টি অফিসের দিকে কনভয় এগিয়ে যাচ্ছিল। তৃণমূল সমর্থকরা পুলিশের পিছনে ছিলেন। বিজেপি সমর্থকরা তৃণমূল সমর্থকদের নানা ভাবে উত্তেজিত করে।

রিপোর্টে এও উল্লেখ থাকে, বিজেপি সমর্থকদের হাতে লাঠি,হকি স্টিক, ধারাল অস্ত্র ছিল। হঠাৎ করেই বিজেপি সমর্থকেরা লাঠি, ঢিল ছুড়তে শুরু করে তৃণমূল সমর্থকদের উদ্দেশ্যে। এখনও পর্যন্ত বোমা মারার কোনও প্রমাণ মেলেনি। পুলিশ ভিড় কমাতে গ্রেনেড ব্যবহার করেছিল। সেই শব্দই হয়ত মানুষজনের কানে পৌঁছয়।

উল্লেখ্য, দিনহাটায় কেন্দ্রীয় প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিকের উপর হামলার ঘটনায় হাইকোর্টে মামলা দায়ের করেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।এমনকী এলাকায় কেন্দ্রীয় বাহিনী মোতায়েনেরও আবেদন করেছিলে তিনি।

মঙ্গলবার রাজ্যের তরফে পেশ করা রিপোর্টে উল্লেখ করা হয়েছে, মামলাকারী শুভেন্দু অধিকারী যে অভিযোগ এনেছেন তা রাজনৈতিক উদ্দেশ্য প্রোনোদিত। আসন্ন পঞ্চায়েত নির্বাতনে বিরোধী দলকে দমানোর চেষ্টা করা হচ্ছে মামলা করে সেইটাই দেখানোর চেষ্টা করছেন মামলাকারী।

Next Article