AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

করোনার তৃতীয় ঢেউ ঠেকাতে কোভিড টাস্ক ফোর্স গঠনের প্রস্তুতি

করোনার দ্বিতীয় ঢেউ চলছে রাজ্যে। এবং তৃতীয় ঢেউ কবে আসছে তা নিয়ে বিভিন্ন বিশেষজ্ঞ বিভিন্ন মত দিয়েছেন। তবে সেই তৃতীয় ঢেউয়ে সবচেয়ে বেশি কচিকাঁচারা যে সংক্রমিত হবে তা নিয়ে প্রায় সবাই একমত। তাই তার থেকে বাঁচতে কী কী পদক্ষেপ নেওয়া যেতে পারে তা নিয়েও আলোচনা হয় এদিনের বৈঠকে।

করোনার তৃতীয় ঢেউ ঠেকাতে কোভিড টাস্ক ফোর্স গঠনের প্রস্তুতি
প্রতীকী চিত্র
Follow Us:
| Updated on: Jun 15, 2021 | 6:44 PM

কোচবিহার: করোনার (Corona) দ্বিতীয় ঢেউয়ে (Second Wave) বিধ্বস্ত বাংলা তথা দেশ। তার মধ্যে তৃতীয় ঢেউ (Third Wave) কবে আছড়ে পড়বে, তার প্রভাবই বা কেমন হবে তাই নিয়ে চলছে বিস্তর গবেষণা। রাজ্যে দ্বিতীয় ঢেউয়ের প্রকোপ বেশ কিছুটা কমে গেলেও এখনও নিশ্চিত হওয়া যাচ্ছে না। তাই হাত গুটিয়ে বসে না থেকে কোভিডের তৃতীয় ঢেউ ঠেকাতে প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে জেলায় জেলায়। মঙ্গলবার এভাবেই কোভিডের তৃতীয় ঢেউ নিয়ে প্রস্তুতি নিতে বৈঠক করলেন কোচবিহার জেলা প্রশাসনের কোভিড টাস্ক ফোর্সের (Covid Task Force) আধিকারিকরা।

কোচবিহারের জেলা শাসক পবন কাদিয়ানের নেতৃত্বে ওই বৈঠকে জেলা প্রশাসনের আধিকারিকরা ছাড়াও স্বাস্থ্য দফতর, পুলিশ-সহ বিভিন্ন দফতরের আধিকারিকরা উপস্থিত ছিলেন। ভিডিয়ো কনফারেন্সের মাধ্যমে স্বাস্থ্য দফতরের অন্যান্য আধিকারিকও এই বৈঠকে শামিল ছিলেন। বৈঠকে কোচবিহারকে করোনা পরিস্থিতিতে গ্রীন জোনে নিয়ে আসার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে বলে খবর। একই সঙ্গে তৃতীয় ঢেউ আটকাতে বিশেষজ্ঞদের নিয়ে তৈরি হচ্ছে কোভিড টাস্ক ফোর্স।

করোনার দ্বিতীয় ঢেউ চলছে রাজ্যে। এবং তৃতীয় ঢেউ কবে আসছে তা নিয়ে বিভিন্ন বিশেষজ্ঞ বিভিন্ন মত দিয়েছেন। তবে সেই তৃতীয় ঢেউয়ে সবচেয়ে বেশি কচিকাঁচারা যে সংক্রমিত হবে তা নিয়ে প্রায় সবাই একমত। তাই তার থেকে বাঁচতে কী কী পদক্ষেপ নেওয়া যেতে পারে তা নিয়েও আলোচনা হয় এদিনের বৈঠকে।

আরও পড়ুন: ফের রূপ বদলে ফেলল করোনা! তৃতীয় ঢেউয়ের আগে দেশে নয়া স্ট্রেন ‘ডেল্টা প্লাস’, কতটা ভয়ঙ্কর? 

মঙ্গলবার বৈঠকের পরে কোচবিহারের জেলা শাসক পবন কাদিয়ান বলেন, “তৃতীয় ওয়েভ নিয়ে প্রস্তুতি ছাড়াও রাজ্য সরকারের তরফে যে নয়া বিধিনিষেধ গতকাল লাগু করা হয়েছে, সেসব নিয়ে এদিন আলোচনা করা হয়েছে। যাতে মানুষ বিধিনিষেধগুলো মেনে চলে, তার ব্যবস্থা যেমন করা হবে, তেমনি করোনা পরীক্ষা, চিকিৎসা ও ভ্যাকসিনেশনের কাজ করা হবে। চেষ্টা করা হচ্ছে যতদ্রুত সম্ভব কোচবিহারকে করোনা মুক্ত করা যায়।”

আরও পড়ুন: ভ্যাকসিন নেওয়ার পর ঠিক কী কারণে শরীরে আটকে যাচ্ছিল হাতা-খুন্তি-চামচ? এবার পর্দা ফাঁস ‘ম্যাগনেট ম্যানের’!