Road Accident: টোটো চালককে পিষে দিল গাঁজা পাচারের গাড়ি, হাসপাতালে নিয়ে গেলেও হল না শেষ রক্ষা

Suman Kalyan Bhadra | Edited By: জয়দীপ দাস

Sep 30, 2023 | 1:44 PM

Road Accident: দুর্ঘটনার পর বিক্ষুব্ধ জনতা গাড়িটিকে আটক করে। ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় গাড়িটির বেশ কিছু ভিডিয়ো ভাইরাল হয়েছে। তাতেই দেখা যাচ্ছে গাড়ির ভিতরে রয়েছে প্রচুর গাঁজার প্যাকেট। তাতেই আরও বেড়েছে জনতার ক্ষোভ। পুলিশের তাড়া খেয়ে গাঁজা ভর্তি গাড়ি নিয়ে ছুট দিয়েছিল পাচারকারীরা।

Road Accident: টোটো চালককে পিষে দিল গাঁজা পাচারের গাড়ি, হাসপাতালে নিয়ে গেলেও হল না শেষ রক্ষা
ব্যাপক উত্তেজনা গোটা এলাকায়
Image Credit source: TV-9 Bangla

Follow Us

কোচবিহার: গাঁজা পাচারের গাড়িতে চাপা পড়ে মৃত্যু এক টোটো চালকের। ঘটনাটি ঘটেছে দিনহাটা দুই নং ব্লকের নয়ারহাট অঞ্চলের করলা এলাকায়। জানা গিয়েছে সাইদুল মিঁয়া নামে এক টোটো চালককে এদিন সকাল ছ’টা নাগাদ পিষে দেয় একটি স্করপিও গাড়ি। তাঁর চিৎকারে ছুটে আসেন স্থানীয় বাসিন্দারা। রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে নিয়ে আসা হয় দিনহাটা মহকুমা হাসপাতালে। কিন্তু, শেষ রক্ষা হয়নি। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন। 

এদিকে কোচবিহার জেলা পুলিশ সুপার জানিয়েছেন দিনহাটা ২ নম্বর ব্লকের নয়ারহাট করলা এলাকায় টোটো গাড়ির ড্রাইভারকে স্কোরপিও গাড়ি ধাক্কা মারলে তৎক্ষণাৎ সেই টোটোটির ড্রাইভারের মৃত্যু হয়। যদিও গাড়িতে কোন রকম নেশার দ্রব্য উদ্ধার হয়েছে কিনা সে বিষয়ে জেলা পুলিশের তরফ থেকে কিছু জানানো হয়নি। 

এদিকে দুর্ঘটনার পর বিক্ষুব্ধ জনতা গাড়িটিকে আটক করে। ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় গাড়িটির বেশ কিছু ভিডিয়ো ভাইরাল হয়েছে। তাতেই দেখা যাচ্ছে গাড়ির ভিতরে রয়েছে প্রচুর গাঁজার প্যাকেট। তাতেই আরও বেড়েছে জনতার ক্ষোভ। পুলিশের তাড়া খেয়ে গাঁজা ভর্তি গাড়ি নিয়ে ছুট দিয়েছিল পাচারকারীরা। তখনই চাপা দেয় টোটো চালককে। অন্যদিকে এলাকায় গাঁজা কারবারীদের দৌরাত্ম্য বাড়ায় ক্ষোভে ফুটছেন স্থানীয় বাসিন্দারা। যদিও গাঁজার বিষয়টি নিয়ে ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে কোচবিহার জেলা পুলিশ। 

Next Article