Nishit Pramanik vs TMC : নিশীথের বাড়ি ঘেরাওয়ের ডাক তৃণমূলের, এলাকায় জারি ১৪৪ ধারা, সকাল থেকে টহল আধাসেনার

Suman Kalyan Bhadra | Edited By: জয়দীপ দাস

Feb 19, 2023 | 10:12 AM

Nishit Pramanik vs TMC : মাথাভাঙার সভা থেকেই এই ঘেরাও কর্মসূচির ডাক দিয়েছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।

Nishit Pramanik vs TMC : নিশীথের বাড়ি ঘেরাওয়ের ডাক তৃণমূলের, এলাকায় জারি ১৪৪ ধারা, সকাল থেকে টহল আধাসেনার
এলাকায় জারি ১৪৪ ধারা, সকাল থেকে টহল আধাসেনার

Follow Us

কোচবিহার : কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিকের (Nishit Pramanik) চারপাশে ১৪৪ ধারা জারি। বাড়ির সামনে বাড়ানো হয়েছে পুলিশি নিরাপত্তা। বাড়ির চারশো মিটার আগেই ব্যারিকেড করে দেওয়া হয়েছে পুলিশের (Police) তরফে। টহল দিচ্ছে আধাসেনাও। কিন্তু কেন এত তোড়জোড়? কারণ, এদিনই নিশীথের বাড়ি ঘেরাও কর্মসূচির ডাক দিয়েছে তৃণমূল কংগ্রেস। বিএসএফের গুলিতে রাজবংশী যুবকের মৃত্যুর ঘটনাতেই এই প্রতিবাদ কর্মসূচির ডাক দেওয়া হয়েছে। যা নিয়ে বিগত কয়েকদিন ধরেই চাপানউতর চলছে গোটা জেলায়। এদিকে নিশীথের নিরাপত্তার বিষয়েও আগেই আইবি-র তরফে কথা বলা হয় রাজ্য পুলিশের সঙ্গে। তারপরেই এদিন সকাল থেকে কড়া নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয় তাঁর বাড়ির এলাকা।

মাথাভাঙার সভা থেকেই এই ঘেরাও কর্মসূচির ডাক দিয়েছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। বলেছিলেন, “১৯ ফেব্রুয়ারি রবিবার সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা অবধি নিশীথ প্রামাণিকের বাড়ি ঘেরাও হবে। কেন রাজবংশীদের উপর অত্যাচার হবে এর জবাব দিতে হবে।” দলের সেকেন্ড-ইন-কমান্ডের এই ঘোষণার পর থেকেই কর্মসূচি সফল করতে তোড়জোড় শুরু করে দিয়েছিলেন ঘাসফুল শিবিরের কর্মী সমর্থকরা। নিশীথের বাড়ির অদূরেই ভেটাগুরী বাজারের সামনে বসেছে ধর্না মঞ্চ। তবে সেই ধর্নার ঠিক আগেই দুটি বাঁশের ব্যারিকেড করে দিয়েছে পুলিশ। বন্দুক হাতে ঘুরে বেড়াচ্ছে আধাসেনা। 

এদিকে তৃণমূলের এই কর্মসূচি নিয়ে কটাক্ষ করতে ছাড়েননি নিশীথ। পাল্টা অভিষেকের বিরুদ্ধে সুর চড়িয়ে বলেন, “বাড়িতে বয়ষ্ক মা-বাবা রয়েছেন। আপনার যদি সাহস থাকে তাহলে দিল্লিতে আসুন। স্বরাষ্ট্র মন্ত্রক ঘেরাও করে দেখান। তাহলে বুঝব নেতা হিসাবে আপনার মধ্যে ম্যাচিউরিটি এসেছে।”

Next Article