কোচবিহার: কোচবিহারে পৌঁছল কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিবিআই-এর আধিকারিকদের দল। জলপাইগুড়ি হোমে নাবালকের অস্বাভাবিক মৃত্যুর মামলায় হাইকোর্টের নির্দেশে শুরু হয়েছে এই তদন্ত । বুধবার হাইকোর্টের নির্দেশে সিবিআই আধিকারিকরা আসেন জলপাইগুড়ি হোমে মৃত লাবু ইসলামের কোচবিহারের বাড়িতে। মৃতের মা সাহিদা বিবির কাছে পুরো ঘটনায় বিবরণ শোনেন। পরবর্তীতে শাহিদা বিবির কাছ থেকে আগামী দু থেকে তিন দিনের মধ্যে মাটি থেকে লেবু ইসলামের দেহ ময়নাতদন্তের জন্য পুনরায় তুলবার যাবতীয় কাগজপত্র সই করিয়ে নেন।
লেবু ইসলামের মা শাহেদা বিবি সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, “হোমে থাকাকালীন আমার ছেলের উপর অত্যাচার হতো এই কথা ছেলে আমাকে বলায় আমি হোমের কর্তৃপক্ষকে জানিয়েছিলাম। কিন্তু ওরা এই বিষয়ে কর্ণপাত করেনি। বাংলাদেশের তিনজন ছেলে ওখানে ছিল। তাদের সঙ্গে আমার ছেলে থাকতে চাইত না। আমি এই কথা বলেছিলাম। ওর শরীর খারাপ থাকায় আমি বলেছিলাম ডাক্তার দেখানোর কথা। হোম কর্তৃপক্ষ ডাক্তার না দেখেই বলেছে ডাক্তার দেখিয়েছি। আমার ছেলের পেটে এবং পায়ে আঘাত ছিল।”
একই সঙ্গে তিনি বলেন, “ছেলের বয়স ১৭ অথচ মেডিকেল রিপোর্টে ৩৪ দেখানো হয়েছে। আমার ছেলে দেড় বছর ধরে হোম ছিল আর এক দেড় মাস পরেই ওর জামিন হত কেমন করে ও আত্মহত্যা করবে। এই সমস্ত কিছুই আমি সিবিআইকে বলেছি।”
যে মামলায় ছেলেকে গ্রেফতার করা হয়েছিল সেটি সাজানো বলে অভিযোগ পরিবারের। সামান্য গন্ডগোলের পর সালিশি হয়। সেখানে তৃণমূলের নেতাদের সামনেই তাঁকে মারধর করা হয় বলে দাবি পরিবারের। অভিযোগ, এরপর পুলিশকে ডেকে গাজার মামলায় নাবালক ছেলেকে গ্রেফতার করে কোচবিহারের কোতোয়ালি থানার পুলিশ। পরিবারের আরও অভিযোগ পুলিশ টাকা চেয়েছিল । দিতে না পারায় গাজার মামলা দেওয়া হয়েছে ।