কোচবিহার : মন্ত্রী উদয়ন গুহর পোস্ট ঘিরে ফের বিতর্ক। পঞ্চায়েত নির্বাচনের আগে একাধিকবার বিরোধীদের হুঁশিয়ারি দিতে শোনা গিয়েছে তাঁকে। আর এবার সোশ্যাল মিডিয়ায় তিনি যে বার্তা দিয়েছেন, তা নিয়েই তৈরি হয়েছে বিতর্ক। ব্লক যাতে বিরোধী শূন্য হয়, তৃণমূলের অঞ্চল সভাপতিদের সেই নির্দেশ দিয়েছেন তিনি। দলের অভ্যন্তরে বার্তা না দিয়ে, এভাবে সোশ্যাল মিডিয়াকে কেন বেছে নিলেন উদয়ন, তা নিয়েই উঠেছে প্রশ্ন। বিরোধীদের ভয় দেখাতেই এমন বার্তা?
দিনহাটার ২ নম্বর ব্লকের ১২ টি গ্রাম পঞ্চায়েতকে বিরোধী শূন্য করার জন্য নিজের অনুগামীদের বার্তা দিয়েছেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী। দলের অঞ্চল সভাপতিদের উদ্দেশে তিনি বলেছেন, ‘আমার দাবি বিরোধী শূন্য ব্লক চাই।’ বিরোধীদের একাংশ বলছে, আসলে বিরোধীদের ভয় দেখতেই সামাজিক মাধ্যমে এই বার্তা দিয়েছেন উদয়ন।
এর আগেও নানা রকমের বার্তা দিতে শোনা গিয়েছে উদয়ন গুহকে। কখনও আক্রমণ শানিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী নিশীথ প্রামাণিকের বিরুদ্ধে, কখনও বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের বিরুদ্ধে। বিজেপির নেতারা কোথাও সভা বা বৈঠক করলে সেই অঞ্চলের নেতাদের দলের পদ থেকে সরিয়ে দেওয়া হবে বলেও হুঁশিয়ারি দিয়েছেন তিনি।
বিজেপির দিনহাটা মণ্ডলের সভাপতি অজয় রায়ের দাবি, বিরোধীদের শেষ করার পরিকল্পনা নিয়েই এই পোস্ট করেছেন তিনি। বিজেপি নেতা বলেন, ‘উনি একজন ক্রিমিনাল। ক্রিমিনালের মতোই আচরণ করছেন। ইতিমধ্যেই বিজেপির ২ জন কর্মী খুন হয়েছে। আরও খুনের পরিকল্পনা করতেই এমন পোস্ট করেছেন উদয়ন গুহ।’