দিনহাটা: বারংবার বিতর্কিত মন্তব্য করতে শোনা গিয়েছে উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহর। বিরোধী দলের একাধিক নেতা-কর্মীদের উদ্দেশ্যে কু-মন্তব্য করতেও শোনা গিয়েছে তাঁর গলায়। এবার আর বিরোধী দল নয়, খোদ নিজের দলের কর্মীকে ‘থাপ্পড়’ মারার হুঁশিয়ারি উদয়নের। দলীয় একটি সভা থেকে এহেন বিতর্কিত মন্তব্য করতে শোনা গেল তাঁকে।
রাজ্যে আসন্ন পঞ্চায়েত ভোট। তার আগে জমি শক্ত করছে প্রতিটি দল। জন-সংযোগের জন্য প্রায় রোজদিনই চলছে কর্মসূচি। সেই রকমই একটি কর্মসূচি থেকে দিনহাটার সাহেবগঞ্জ এলাকায় দলীয় সভায় তৃণমূল কর্মী রেজ্জাক সরকারকে ডেকে এমন হুঁশিয়ারি দেন মন্ত্রী।
কী ঘটেছিল?
সম্প্রতি, গভীর রাতে তৃণমূল কর্মী রেজ্জাক সরকারের বাড়িতে বোমাবাজি হয়। সেই ঘটনায় রেজ্জাক স্থানীয় পঞ্চায়েতের স্বামীর নামে অভিযোগ করেন। আর এই নিয়েই প্রকাশ্যে রেজ্জাককে ধমকান উদয়ন গুহ।
কী বলেন মন্ত্রী?
প্রথমে উদয়ন রেজ্জাককে প্রশ্ন করে বলেন, “তোমার বাড়িতে বোমা পড়েছে কখন? রাত্রিবেলা! সেই সময় তুমি ঘুমোচ্ছিলে। তাহলে সাংবাদিকদের কীভাবে বললে পঞ্চায়েতের স্বামী বোমা মেরেছে?” এরপর মন্ত্রীর প্রশ্নের উত্তরে বলেন, “সন্দেহের বসে বলে ফেলেছি।” সঙ্গে-সঙ্গে উদয়ন রেগে গিয়ে সকলের সামনে তৃণমূল কর্মীকে বলেন, “একটা থাপ্পড় মেরে ঠিক করে দেব। সন্দেহের বসে তুমি বলে দিলে…আমি যদি বলি দিনহাটায় চুরি হয়েছে তার সঙ্গে তুমি যুক্ত এমন বলা যায়? সাংবাদিকদের কেন বললে? এই ধরনের রাজনীতি করলে দল করতে পারবে না।”
প্রসঙ্গত, তবে শুধু দিনহাটা নয়, গতকাল কোচবিহারের একাধিক জায়গায় বোমবাজি হয়। গ্রেফতার করা হয় ১৩ জনকে। তাঁরা প্রত্যেকেই এলাকায় তৃণমূল কর্মী বলে পরিচিত। যদিও গোষ্ঠীকোন্দলের অভিযোগ অস্বীকার করছে তৃণমূল। তাদের দাবি, এটা বিজেপির চক্রান্ত। বিজেপির অবশ্য দাবি, তৃণমূল নিজের দলের ঝামেলা লুকোতে বিজেপির ঘাড়ে দোষ চাপাচ্ছে। ঘটনাকে ঘিরে উত্তপ্ত হয়ে উঠল কোচবিহারের ১ নম্বর ব্লকের পানিশালা এলাকা।