Didir Doot: ‘বৌদি জব কার্ড দাও, বলল ২ হাজার টাকা লাগবে’, ‘দিদির দূত’ হয়ে যেতেই চরম ক্ষোভের মুখে উদয়ন

Jan 15, 2023 | 1:52 PM

Udayan Guha: রবিবার সকাল থেকেই কোচবিহার ১ নং ব্লকের চিলকির হাট এলাকায় ঘুরছেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী। গ্রামবাসীদের অভিযোগ, জব কার্ড দেওয়ার নাম করে দু'হাজার টাকা নিয়েছে পঞ্চায়েত। ঘটনায় অভিযুক্ত পঞ্চায়েতের স্বামী। এমনটাই দাবি করেছেন তাঁরা। অভিযুক্তর সামনেই এলাকাবাসী মন্ত্রীকে জানান, জব কার্ডের জন্যে ২ হাজার টাকা নিয়েছে গ্রাম পঞ্চায়েত।

Didir Doot: ‘বৌদি জব কার্ড দাও, বলল ২ হাজার টাকা লাগবে’, দিদির দূত হয়ে যেতেই চরম ক্ষোভের মুখে উদয়ন
গ্রামবাসীদের অভিযোগ শুনলেন উদয়ন গুহ (ছবি: ফেসবুক)

Follow Us

কোচবিহার: জেলায় জেলায় শুরু হয়েছে ‘দিদির সুরক্ষা কবচ’ কর্মসূচি। বিভিন্ন জায়গায় জন-সংযোগ করছেন ‘দিদির দূতরা’। সেই মতো কোচবিহারের দিনহাটায় (Dinhata) কর্মসূচিতে গিয়েছেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ (udayan Guha)। মন্ত্রীকে সামনে পেয়েই একরাশ ক্ষোভ উগরে দিলেন গ্রামের মানুষ। একশো দিনের কাজ সহ জব কার্ড সব মিলিয়ে টাকা নেওয়ার অভিযোগ করলেন গ্রামবাসীরা। রবিবার সকাল থেকেই কোচবিহার ১ নং ব্লকের চিলকির হাট এলাকায় ঘুরছেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী। গ্রামবাসীদের অভিযোগ, জব কার্ড দেওয়ার নাম করে দু’হাজার টাকা নিয়েছে পঞ্চায়েত। ঘটনায় অভিযুক্ত পঞ্চায়েতের স্বামী। এমনটাই দাবি করেছেন তাঁরা। অভিযুক্তর সামনেই এলাকাবাসী মন্ত্রীকে জানান, জব কার্ডের জন্যে ২ হাজার টাকা নিয়েছে গ্রাম পঞ্চায়েত।

উদয়ন গুহকে সামনে পেয়ে গ্রামের ওই যুবক (নাম প্রকাশে অনিচ্ছুক) পঞ্চায়েত সদস্যের স্বামীর সামনেই অভিযোগ করে বলেন, “টাকা দিয়েও জব কার্ড দিচ্ছে না।” মন্ত্রী তাঁর উত্তরে বিষয়টির সমাধানে ওই সদস্যের স্বামীকে নির্দেশ দেন, “যদি এমন কোনও ঘটনা ঘটে তাহলে টাকা ফেরত দিয়ে দিও।”

সংবাদ মাধ্যমের সামনে এক গ্রামবাসী বলেন, “আমরা বলেছিলাম বৌদি জবকার্ড বানিয়ে দাও। কিন্তু জব কার্ড হল না। বাইরে চলে গেলাম কাজে। তখন আমায় বলল জব কার্ড করার জন্য দৌড়াদৌড়ি করতে হবে তার জন্য ২ হাজার টাকা লাগবে। প্রায় আট মাস হল সেই টাকা দিয়েছি।”

পরে সংবাদ মাধ্যমে উদয়ন গুহ জানান, “এগুলো গ্রামের ব্যাপার। তদন্ত না করে বলা যাবে না। অনেক সময় ব্যক্তিগত আক্রোশ থাকে। গতকাল আমারই একটা খবর ভাইরাল হয়েছে। যেখানে নাকি আমি থাপ্পর মারতে চেয়েছি। কারণ ওর বাড়িতে বোমা পড়েছে। আমি যখন জানতে চাই কে ফেলেছে তখন সদুত্তর দিতে পারেনি। তাই তদন্তর আগে কিছুই বলা যাবে না।”

Next Article