Didir Doot: ভিডিয়ো: ‘তুমি যখন বউ ছিলে, শাশুড়ির সেবা করেছিলে?’ বৃদ্ধার অভিযোগ শুনে উদয়নের উত্তর

TV9 Bangla Digital | Edited By: অবন্তিকা প্রামাণিক

Jan 15, 2023 | 3:00 PM

Udayan Guha: মন্ত্রীকে (Udayan Guha) সামনে পেয়ে সোজা নিজের পুত্রবধূর নামে অভিযোগ করলেন এক বৃদ্ধা। আক্ষেপের সুরে জানালেন, "ছেলের বৌ আমায় দেখে না"

Didir Doot: ভিডিয়ো: তুমি যখন বউ ছিলে, শাশুড়ির সেবা করেছিলে? বৃদ্ধার অভিযোগ শুনে উদয়নের উত্তর
গ্রামবাসীদের অভিযোগ শুনলেন উদয়ন গুহ (ছবি:ফেসবুক)

Follow Us

কোচবিহার: রবিবার সকালেই কোচবিহার চিলকির হাটে হাজির উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ (Udayan Guha)। ‘দিদির সুরক্ষা কবচ’ কর্মসূচিতে ‘দিদির দূত’ হয়ে সেখানে পৌঁছন মন্ত্রী। তাঁকে সামনে পেয়েই ক্ষোভ উগরে দিলেন জনগণ। তুলে ধরলেন নিজেদের অভিযোগ। কেউ জানালেন জব কার্ডের নাম করে পঞ্চায়েত টাকা লুটেছে, কেউ আবার বললেন আবাসে ঘর পাননি, কেউ-কেউ আবার পাননা সরকারি প্রকল্পের সুবিধা। তবে এসব কিছুর উর্ধে ছপিয়ে গেল এক ‘ভয়ঙ্কর’ অভিযোগ। মন্ত্রীকে সামনে পেয়ে সোজা নিজের পুত্রবধূর নামে অভিযোগ করলেন এক বৃদ্ধা। আক্ষেপের সুরে জানালেন, “ছেলের বৌ আমায় দেখে না”

উদয়ন গুহ সামনে যেতেই নিজের অভিযোগ জানাচ্ছেন গ্রামবাসীরা। সেই সময় এক শিশুকন্যাকে কোলে নিয়ে সামনে আসেন বছর সত্তরের ওই বৃদ্ধা। বলতে থাকেন, “আমার ছেলে-বউ কেউ দেখে না। ছেলে খাবার দেয় না।” যদিও মন্ত্রী বলেন, “ভাতা তো পাও? খাবারের অভাব আছে নাকি তোমার?” উত্তরে বৃদ্ধা জানান, “কেউ দেখে না আমায়। তিনমাস ভাতাও পাইনি।” উদয়ন বলেন, “তিনমাস ভাতা বন্ধ রয়েছে।একদিনে সব ঢুকবে।” মন্ত্রী উত্তর শুনে ফের বৃদ্ধা বলেন, “ছেলে ধার ধারে না আমার। এমনকী বৌ ধাক্কা মেরে বার করে দেয়।” এরপরই মজার ছলে উদয়ন বলেন, “তুমি যখন বৌ ছিলে তখন শাশুড়ির সেবা করেছ?”

উল্লেখ্য, জেলায় জেলায় শুরু হয়েছে ‘দিদির সুরক্ষা কবচ’ কর্মসূচি। বিভিন্ন জায়গায় জন-সংযোগ করছেন ‘দিদির দূতরা’। সেই মতো কোচবিহারের দিনহাটায় কর্মসূচিতে গিয়েছেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ। এ দিন, গ্রামবাসীদের অভিযোগ, জব কার্ড দেওয়ার নাম করে দু’হাজার টাকা নিয়েছে পঞ্চায়েত। ঘটনায় অভিযুক্ত পঞ্চায়েতের স্বামী। এমনটাই দাবি করেছেন তাঁরা। অভিযুক্তর সামনেই এলাকাবাসী মন্ত্রীকে জানান, জব কার্ডের জন্যে ২ হাজার টাকা নিয়েছে গ্রাম পঞ্চায়েত। যদিও মন্ত্রী বলেন, “এগুলো গ্রামের ব্যাপার। তদন্ত না করে বলা যাবে না। অনেক সময় ব্যক্তিগত আক্রোশ থাকে।”

Next Article