কোচবিহার: রাজ্যে ফিরেই বিস্ফোরক উত্তরকাশীর সুড়ঙ্গ থেকে উদ্ধার হওয়া মানিক তালুকদার। তাঁর অভিযোগ, রাজ্যে কর্মসংস্থানের অভাব। বাইরে অনেক চাকরি রয়েছে। সেই কারণে বাধ্য হয়ে রাজ্যের বাইরে যেতে হচ্ছে। মানিক বলেছেন, “কাজ দিলে বাংলাতেই থাকব। দিদিকে বলব কাজ দিন।”
উত্তরকাশীর সুড়ঙ্গের ভিতরে আটকে থাকা শ্রমিকদের মধ্যে কোচবিহারের মানিক তালুকদার হলেন অন্যতম। উদ্ধারের পর ঋষিকেশ এইমস হাসপাতালে চিকিৎসা শেষে শুক্রবারই ফিরছেন রাজ্যে। বাগডোগরা বিমানবন্দরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, “ছেলে বিয়ে পাশ করে বসে রয়েছে। কাজ নেই। কাজে না গেলে সংসার চালাব কীভাবে?” তাঁর দাবি, বাইরে অনেক কোম্পানি রয়েছে। এখানে কোম্পানিই নেই। আর সরকারি চাকরি কতজনকে দেবে? প্রশ্ন করেছেন মানিক। একই সঙ্গে নিজের বেতনের কথা উল্লেখ করে বলেন, “ওখানে ৩৪ হাজার টাকা বেতন পাই। এখানে এই কাজে এত টাকা দেবে?”
শুধু মানিক একা নন, রাজ্যে কর্মসংস্থানের অভাবের অভিযোগ বিভিন্ন পরিযায়ী শ্রমিকরা করেছেন। ভিন রাজ্যে রাজে গিয়ে মৃত্যু হওয়া একাধিক শ্রমিকের পরিবার বারেবারে অভিযোগ করে বলেছেন এই রাজ্যে কাজ নেই বলেই ভিন রাজ্যে গিয়ে অর্থ উপার্জন করতে হয়। সম্প্রতি উত্তরকাশীর সুড়ঙ্গে আটকে থাকাকালীন অপর শ্রমিক জয়দেব প্রামাণিকের বাবা তাপস প্রামাণিকও বলেছিলেন, তাঁর চায়ের দোকান। তা দিয়ে সংসার চলে না। ঝুঁকিপূর্ণ হলেও তিনি ছেলেকে আবার পাঠাবেন ভিনরাজ্যে কাজে।