কোচবিহার: বিজেপি (Bengal BJP) কর্মীদের ওপর হামলার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। ভোট আবহের মধ্যেই (West Bengal Assembly Election 2021) সোমবার ঘটনাটি ঘটেছে কোচবিহারের (Cooch behar) জিরানপুর এলাকায়। আহত তিন জন কোচবিহারের মহারাজা জিতেন্দ্র নারায়ণ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি।
অভিযোগ, বিজেপি করায় বেশ কিছু দিন ধরেই এলাকার কয়েকজন যুবককে হুমকি দেওয়া হচ্ছিল। যারা হুমকি দিচ্ছিল, তারা এলাকায় তৃণমূল কর্মী বলে পরিচিত। সোমবার বিজেপি কর্মী সমর্থকরা এলাকার একটি চায়ের দোকানে বসে আলোচনা করছিলেন। অভিযোগ, সে সময় তাঁদের ওপর বাঁশ, লাঠি, আগ্নেয়াস্ত্র নিয়ে অতর্কিতে হামলা চালায় তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা।
স্থানীয়রা উদ্ধার করে তাঁদের হাসপাতালে পাঠায়। হাসপাতালে ভর্তি আহত বিজেপি কর্মী মিন্টু রায় বলেন, “বেশ কিছুদিন ধরে বিজেপি করার কারণে আমাদের হুমকি দিচ্ছিল তৃণমূল। তা নিয়ে কথা কাটাকাটিও হয়। আমরা যখন চায়ের দোকানে বসে আলোচনা করছিলাম, তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা অতর্কিতে বাঁশ , লাঠি ও আগ্নেয়াস্ত্র নিয়ে আমাদের উপর হামলা চালায়।”
আরও পড়ুন: ভরা জলসায় খুব কাছ থেকে তৃণমূল নেতাকে পরপর গুলি! শিউরে উঠলেন গ্রামবাসীরা
তৃণমূল অবশ্য এই অভিযোগ অস্বীকার করেছে। এটা বিজেপির নিজেদের সমস্যা বলেই দাবি স্থানীয় তৃণমূল নেতৃত্বের।