কোচবিহার: ভোটের মুখেই (West Bengal Assembly Election 2021) বিজেপি নেতার ঝুলন্ত দেহ উদ্ধারকে ঘিরে তপ্ত কোচবিহারের (Cooch Behar) দিনহাটা (Dinhata)। সকালে এই ঘটনাকে কেন্দ্র করে রণক্ষেত্রের চেহারা নেয় দিনহাটা পাঁচ মাথা মোড়। নেতাকে খুনের অভিযোগ তুলে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখাতে থাকেন কর্মীরা। জ্বালিয়ে দেন টায়ার। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে রীতিমতো হিমশিম খেতে হয় পুলিশকে। পুলিশকে ঘিরেই শুরু হয় বিজেপি কর্মীদের বিক্ষোভ। শেষমেশ টিয়ার গ্যাসের সেল ফাটাতে বাধ্য হন পুলিশ কর্তারা। ভাঙচুর করা হয় তৃণমূলের দলীয় কার্যালয়ে। দমকলের একটি ইঞ্জিন আগুন নিয়ন্ত্রণে আনে।
বুধবার সকালে দিনহাটার পশু হাসপাতালের বারান্দা থেকে বিজেপির মণ্ডল সভাপতি অমিত সরকারের ঝুলন্ত দেহ উদ্ধার হয়। পরিবার সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার রাতে কেউ তাঁকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। রাতে বাড়ি ফিরে আসেন। পরে আবার বাড়ি থেকে বেরিয়ে যান তিনি। পরিবারের তরফে সম্ভাব্য সমস্ত জায়গায় খোঁজ করা হয়। বুধবার সকালে তাঁর দেহ উদ্ধার হয়।
পরিবারের তরফে খুনের অভিযোগ করা হচ্ছে। দেহ উদ্ধার করতে গিয়ে গ্রামবাসীদের বিক্ষোভের মুখে পড়েন পুলিশ কর্তারা। বিজেপির নেতারা জানাচ্ছেন এটা পরিকল্পিত খুন । চক্রান্তের হাত রয়েছে বলে অভিযোগ দিনহাটার বিধায়ক উদয়ন গুহর। তিনি বলেন, “সিআইডি তদন্ত হওয়া উচিত। সিআইডি তদন্ত করে দেখুক, কারা এর সঙ্গে যুক্ত রয়েছে।” থানায় রয়েছেন নিশীথ প্রামাণিক।
আরও পড়ুন: বোমা বিস্ফোরণে শিশু মৃত্যুর রেশ কাটার আগেই ফের সংঘর্ষে উত্তপ্ত বর্ধমান
উদয়ন গুহ ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করেছেন। তাতে লিখেছেন, “প্রয়াত অমিত সরকারের ময়নাতদন্তের রিপোর্ট ও সুইসাইডাল নোট দ্রুততার সঙ্গে প্রকাশ করে চক্রান্তকারীদের মুখোশ খুলতে হবে।” সিআইডি তদন্তের দাবি জানিয়েছেন তিনি।
উদয়ন গুহ বলেন, “পায়ের তলার মাটি সরে গেলে এরকমই বলে। কে ডেকে নিয়ে গেল? তৃণমূলের কেউ ডেকে নিয়ে গেলে কি অমিতের ঘরে তালা মেরে দিয়ে যাবে? এর যথাযথ তদন্ত হওয়া প্রয়োজন।”