দিনহাটা: পঞ্চায়েত ভোট (Panchayat Election 2023) যত এগিয়ে আসছে, ততই তপ্ত হচ্ছে বাংলার রাজনীতির বাতাবরণ। জায়গায় জায়গায় অশান্তি, গন্ডগোল পাকানোর অভিযোগ উঠছে। দলের কর্মী-সমর্থকরা তো বটেই, হামলার অভিযোগ উঠছে প্রার্থীদের উপরেও। এবার এক কংগ্রেস প্রার্থীর বাড়ি লক্ষ্য করে বোমাবাজির অভিযোগ কোচবিহারের (Coochbehar) দিনহাটায়। শুধু বোমাবাজিই নয়, প্রার্থীর বাড়িতে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে বলেও অভিযোগ।
শুক্রবার গভীর রাতের ঘটনা। দিনহাটার ওকড়াবাড়ি গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত বালাকান্দি গ্রামে। সেখানে ৬/২৬১ নম্বর বুথের কংগ্রেস প্রার্থীর বাড়িতে হামলা চালানো হয়েছে বলে অভিযোগ। কংগ্রেসের অভিযোগ, তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরাই এই হামলা চালিয়েছে। যদিও সেই অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল শিবির। ঘটনাস্থলের যে ভিডিয়ো প্রকাশ্যে এসেছে, তাতে দেখা যাচ্ছে দাউ দাউ করে আগুন জ্বলছে বাড়িতে। এই আগুন লাগার ঘটনায় ওই প্রার্থীর বাড়ির তিনটি ঘর ভষ্মীভূত হয়ে গিয়েছে বলে দাবি করা হচ্ছে।
যদিও বাড়িটি নির্মীয়মান অবস্থায় ছিল। ফলে বড়সড় কোনও অঘটন ঘটেনি। তবে ওই নির্মীয়মান বাড়িটির একতলার তিনটি ঘর আগুনে পুড়ে গিয়েছে। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। আগুন লাগার ঘটনার পর স্থানীয় বাসিন্দারাই আগুন নেভানোর কাজে হাত লাগান। খবর দেওয়া হয় দমকলেও। বেশ কিছুক্ষণের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে বলে জানা যাচ্ছে।
এদিকে গোটা ঘটনায় শাসক দলের বিরুদ্ধে অভিযোগের আঙুল তুলছে স্থানীয় কংগ্রেস নেতৃত্ব। তাদের অভিযোগ, তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরাই রাতের অন্ধকারে এই কাণ্ড ঘটিয়েছে। যদিও অগ্নিকাণ্ড বা বোমাবাজির অভিযোগের সঙ্গে দলের যোগের কথা পুরোপুরি অস্বীকার করেছে তৃণমূলের স্থানীয় নেতৃত্ব। তাদের বক্তব্য, এই ধরনের কাজের সঙ্গে তাদের দলের কোনও যোগ নেই।