West Bengal Panchayat Elections 2023: বিজেপি প্রার্থীর ভাইকে লক্ষ্য করে বোমা, প্রচারের শেষ লগ্নেও তপ্ত দিনহাটা

Suman Kalyan Bhadra | Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী

Jul 06, 2023 | 2:50 PM

West Bengal Panchayat Elections 2023: রাস্তায় ফেলে তাঁকে মারধরও করা হয়েছে বলে অভিযোগ। ঘটনাকে ঘিরে উত্তেজনা দিনহাটার পুঁটিমারিতে। কাঠগড়ায় তৃণমূল। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছে পুলিশ।

West Bengal Panchayat Elections 2023: বিজেপি প্রার্থীর ভাইকে লক্ষ্য করে বোমা, প্রচারের শেষ লগ্নেও তপ্ত দিনহাটা
দিনহাটায় আক্রান্ত বিজেপি প্রার্থীর ভাই
Image Credit source: TV9 Bangla

Follow Us

দিনহাটা: প্রচারের শেষ লগ্নেও তপ্ত দিনহাটা। বিজেপি প্রার্থীর ভাইকে লক্ষ্য করে বোমা ছোড়ার অভিযোগ। রাস্তায় ফেলে তাঁকে মারধরও করা হয়েছে বলে অভিযোগ। ঘটনাকে ঘিরে উত্তেজনা দিনহাটার পুঁটিমারিতে। কাঠগড়ায় তৃণমূল। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছে পুলিশ। এলাকায় পিকেট বসানো হয়েছে। ঘটনাস্থল থেকে উদ্ধার হয়েছে গুলির খোল ও বোমা।

দিনহাটা ১ নং ব্লকের পুঁটিমারি ১ গ্রাম পঞ্চায়েতের কারিশাল এলাকার বিজেপি প্রার্থীর ভাইকে মারধর ও তার বাড়িতে লক্ষ্য করে বোমাবাজি ও গুলি চালানোর অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে। কারিশাল এলাকার বিজেপি কর্মী তোফাজ্জল হোসেনের বাবা গুলজার মিঞা ইতিমধ্যেই থানায় অভিযোগ দায়ের করেছেন।  তাঁর বক্তব্য, বুধবার রাতে স্থানীয় পুঁটিমারি ১ অঞ্চলের তৃণমূল কংগ্রেসের বিদায়ী প্রধানের স্বামী রফিকুল হকের নেতৃত্বে একদল দুষ্কৃতী তাঁদের বাড়িতে হামলা চালায়। তিনি আরও জানান যেহেতু তার ভাগ্নে আদম হোসেন এবারে কারিশাল এলাকায় বিজেপির হয়ে মনোনয়নপত্র জমা দিয়েছেন, তাই আক্রোশ আরও বেশি। পিসতুতো দাদা আদম হোসেনের হয়ে বৃহস্পতিবার দিনে প্রচারে বেরিয়েছিলেন তোফাজ্জল হোসেন। অভিযোগ,  তাই রাতেই তাঁদের বাড়িতে তৃণমূল দুষ্কৃতীরা এই হামলা চালায়। বাড়িতে ব্যাপক ভাঙচুর করে লুঠপাট চালানো হয় বলেও অভিযোগ।

তোফাজ্জল হোসেনের বাবা গুলজার মিঞা তাঁদের বাড়িতে পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকা একটি গুলির খোল পুলিশের হাতে তুলে দেন। ঘটনার পরে এলাকায় যায় দিনহাটা থানার বিশাল বাহিনী। পুলিশ বোমা ও গুলির খোলস উদ্ধার করেছে। পঞ্চায়েত ভোটের প্রাক্কালে দিনহাটা মহকুমায় একের পর এক ঘটনায় ইতিমধ্যে চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়। যদিও এই ঘটনায় তৃণমূলের দুষ্কৃতীরা কোনও মন্তব্যই করতে চাননি।

Next Article