কোচবিহার: ব্যাপক ভাঙচুরের পর বিজেপির দলীয় কার্যালয়ে ধরিয়ে দেওয়া হল আগুন। ঘটল খোদ বিজেপি সাংসদ নিশীথ প্রামাণিকের বাড়ির পাশেই। অভিযোগের তির তৃণমূলের দিকে। ঘটনাকে ঘিরে রাতভর উত্তেজনা কোচবিহারের (Cooch Beher) দিনহাটার ভেটাগুড়িতে।
ফের অশান্ত কোচবিহারের দিনহাটা । দিনহাটার ভেটাগুড়ি বাজারের বিজেপির দলীয় কার্যালয়ে বৃহস্পতিবার রাতে হামলা চলে। অভিযোগ, তৃণমূল আশ্রীত দুষ্কৃতীরা লাঠি, লোহার রড নিয়ে ব্যাপক ভাঙচুর চালায় কার্যালয়ে। পরে জ্বালিয়ে দেওয়া হয় কার্যালয়। দমকলের দুটি ইঞ্জিন গিয়ে আগুন নেভায় । যদিও বিজেপির এই অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল ।
আরও পড়ুন: ‘শুভেন্দু হাফ লাখে হারাবে না, হারবে’, চ্যালেঞ্জ নন্দীগ্রামের ভূমিপুত্রের
বিগত বেশ কিছু বছর ধরেই একেরপর রাজনৈতিক ক্ষমতা দখলের কারণে এক সংঘর্ষ দেখা গেছে এই ভেটাগুড়ি এলাকায় । বিজেপি সাংসদ নিশীথ প্রামাণিকের বাড়ি এই এলাকায় । বিজেপির শক্ত এই ঘাঁটিতে এই ঘটনায় তীব্র চাঞ্চল্য সৃষ্টি হয়েছে ।