‘বাংলা দখল করতে তো যোগী আদিত্যনাথকেও ওঁরা ডেকে পাঠাচ্ছেন!’ গেরুয়া শিবিরকে তোপ মীনাক্ষীর

tista roychowdhury |

Apr 11, 2021 | 10:59 PM

ভোটের চতুর্থ দফায়,  কোচবিহারের শীতলকুচির গুলিকাণ্ড প্রসঙ্গে এ দিন তরুণ নেত্রী জানান, নির্বাচনে হিংসা কখনোই কাম্য নয়। যা হয়েছে তা অন্যায়। এর থেকে বোঝা যায়, তৃণমূল ও বিজেপি সন্ত্রাসের রাজনীতি করছে। রবিবার, পানিহাটি ছাড়াও কামারহাটিতে সংযুক্ত মোর্চার তরফে সিপিআইএম প্রার্থী সায়নদীপ মিত্রের হয়েও প্রচারে উপস্থিত ছিলেন মীনাক্ষী।

বাংলা দখল করতে তো যোগী আদিত্যনাথকেও ওঁরা ডেকে পাঠাচ্ছেন! গেরুয়া শিবিরকে তোপ মীনাক্ষীর
ছবিসূত্র: টুইটার

Follow Us

উত্তর ২৪ পরগনা:  এপিসেন্টার নন্দীগ্রামে নির্বাচন শেষ হয়েছে দ্বিতীয় দফায়। কিন্তু, বঙ্গ রাজনীতিতে তিনি এখন চর্চিত মুখ। তিনি ‘তরুণী তন্বী’ সিপিএম (CPIM) প্রার্থী মীনাক্ষী মুখোপাধ্য়ায়। তৃণমূলের তরফে বিদায়ী মুখ্য়মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং বিজেপির তরফে শুভেন্দু অধিকারী, এই দুই হেভিওয়েটদের মধ্যে অচিরেই সকলের নজর কেড়েছিলেন মীনাক্ষী। পানিহাটিতে, সংযু্ক্ত মোর্চার তরফে রবিবাসরীয় প্রচারে প্রদেশ কংগ্রেস (Congress) সভাপতি অধীর রঞ্জন চৌধুরীর সঙ্গে এক বর্ণাঢ্য় শোভাযাত্রায় অংশগ্রহণ করতে দেখা গেল মীনাক্ষীকে।

রবিবার, বিকেল পাঁচটা নাগাদ, আগরপাড়া স্টেশন রোড উদয়ন সংঘের মাঠ থেকে শুরু হয়ে এই র‍্যালি শেষ হয় পানিহাটি মহোৎসব তলা ঘাটে। নন্দীগ্রামের লড়াকু নেত্রী এ দিন সরাসরি শাসক ও বিরোধী শিবিরকে তোপ দেগে বলেন, ‘বাংলায় ক্ষমতা পেতে যা ইচ্ছে তাই করছে বিজেপি (BJP) ও তৃণমূল (TMC)। কখনও যোগী আদিত্যনাথকে প্রচারে ডেকে পাঠাচ্ছেন, তো কখনও একে অপরকে ব্যক্তি আক্রমণ করছেন। মানুষের কথা ভাবার মতো সময় কোথায়! সেখানেই বিকল্প সংযু্ক্ত মোর্চা।’ নন্দীগ্রামের নির্বাচন নিয়ে যথার্থই খুশি মীনাক্ষী। এ দিন তিনি বলেন, ‘নন্দীগ্রামে শান্তিপূর্ণ নির্বাচন হয়েছে। দশ বছর পর মানুষ নিজের ভোট নিজে দিয়েছে।’

ভোটের চতুর্থ দফায়,  কোচবিহারের শীতলকুচির গুলিকাণ্ড প্রসঙ্গে এ দিন তরুণ নেত্রী জানান, নির্বাচনে হিংসা কখনোই কাম্য নয়। যা হয়েছে তা অন্যায়। এর থেকে বোঝা যায়, তৃণমূল ও বিজেপি সন্ত্রাসের রাজনীতি করছে। রবিবার, পানিহাটি ছাড়াও কামারহাটিতে সংযুক্ত মোর্চার তরফে সিপিআইএম প্রার্থী সায়নদীপ মিত্রের হয়েও প্রচারে উপস্থিত ছিলেন মীনাক্ষী।

আরও পড়ুন: সকালে মুখে তুলসিপাতা দিয়ে ভোট দিতে যান: শুভেন্দু অধিকারী

Next Article