কুমারগঞ্জ: ভোটের আগে ফের ভাঙন। এবার দক্ষিণ দিনাজপুরের কুমারগঞ্জে শাসকদল তৃণমূল ছেড়ে ২৫টি পরিবার যোগ দিল বিজেপি-তে (BJP)। তাঁদের হাতে দলীয় পতাকা তুলে দেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার।
বুধবার বিকেলে দক্ষিণ দিনাজপুর (South Dinajpur) জেলা কুমারগঞ্জ ব্লকের ঝুলন মোড় এলাকায় একটি যোগদান শিবির অনুষ্ঠিত হয়। সেখানে তৃণমূল ছেড়ে ২৫টি পরিবার বিজেপিতে যোগদান করে। রাজ্য সভাপতির পাশাপাশি যোগদান শিবিরে উপস্থিত ছিলেন জেলা বিজেপির সভাপতি স্বরূপ চৌধুরী সহ অন্যান্য বিজেপি নেতৃত্বরা৷ তাদের দাবি, ভোটের সময় কুমারগঞ্জ থেকে ভাল ফলাফল করবে বিজেপি।
মূলত,কুমারগঞ্জে তৃণমূলের দুর্নীতি চরমতম পর্যায়ে পৌঁছে গিয়েছিল। সেই কারণেই সদ্য বিজেপিতে যোগদানকারীরা তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান করেছেন ৷ আগামী দিনে আরও অনেকে যোগদান করবে বলে বিজেপির তরফে জানানো হয়েছে। যদিও তৃণমূলের তরফে কেউ যোগদান করেননি বলেই তৃণমূলের তরফে জানানো হয়েছে৷
বস্তুত, গতকাল এই সভা থেকে সিপিএম-কংগ্রেস-তৃণমূলকে এক যোগে আক্রমণ করেন সুকান্ত মজুমদার। তিনি বলেন, “আগে যাঁরা বামফ্রন্ট করতেন এবং এখনও বামফ্রন্ট করেন, তাঁদের কাছে অনুরোধ করে বলছি বামফ্রন্টকে ভোট দেওয়া মানেই তৃণমূলকে ভোট দেওয়া। তা না হলে বিজেপিকে ভোট দিন। নাহলে ঘুর পথে তৃণমূলকে ভোট দেওয়ার প্রয়োজন নেই। তৃণমূল করুন ও সরাসরি তৃণমূলকে ভোট দিন। আর যদি তৃণমূলকে হারাতে চান তাহলে একমাত্র নরেন্দ্র মোদীর পার্টি বিজেপিকে ভোট দিন।”