গঙ্গারামপুর: দেশের সীমান্তগুলিতে সদা তৎপর বিএসএফ (BSF)। একের পর ধড়-পাকড় চলছে সেখানে। কখনও উদ্ধার আগ্নেয়াস্ত্র, কখনও মাদক, কখনও অবৈধ অনুপ্রবেশ রুখে দিচ্ছেন তারা। শুধু বিএসএফ (BSF) নয় কঠোর এসটিএফ (স্পেশাল টাস্ক ফোর্স)। গোপন সূত্রের খবর পেয়ে গতকাল দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর পুনর্ভবা ব্রিজ সংলগ্ন এলাকায় অভিযান ৬০ লক্ষ টাকার নিষিদ্ধ কাফ সিরাপ ও সর্ষের তেল সহ ৫ জনকে গ্রেফতার করল তারা।
জানা গিয়েছে,গতকাল প্রায় ৬০ লাখ টাকার সামগ্রী উদ্ধার হলেও তদন্তের স্বার্থে রাত পর্যন্ত পুলিশ মুখে কুলুপ এঁটেছিল। এদিকে নিষিদ্ধ কাফ সিরাপ ও সর্ষের তেল পাচারের ঘটনায় গ্রেফতার ৫ জনকে রবিবার দুপুরে বুনিয়াদপুরে অবস্থিত গঙ্গারামপুর মহকুমা আদালতে তোলা হয়।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতদের নাম রাজু যাদব, মহঃ আমিনুল হক, জাফার ইকবাল মিঁয়া, সামিন আক্তার ও বিপুল পোদ্দার। ধৃতদের মধ্যে একজনের বাড়ি ঝাড়খণ্ড, তিনজনের বাড়ি মালদার (Malda) কালিয়াচক ও শেষ একজনের বাড়ি গঙ্গারামপুরে। তাদের কাছ থেকে ১৪ হাজার ৮৯৪টি বোতল নিষিদ্ধ কাফ সিরাফ ও ১ হাজার ৪০৬ প্যাকেট সর্ষের তেল উদ্ধার করেছে ৷ পুলিশ ও এসটিএফের প্রাথমিক অনুমান বাংলাদেশে পাচারের জন্য নিয়ে যাওয়া হচ্ছিল নিষিদ্ধ কাফ সিরাফ ও সরিষার তেল। উদ্ধার হওয়া সামগ্রীর বাজার মূল্য প্রায় ৬০ লাখ টাকা ৷ ধৃতদের ৭ দিনের পুলিশ রিমান্ডে চেয়েছে গঙ্গারামপুর থানার পুলিশ। এদিকে বারবার দক্ষিণ দিনাজপুরের বিভিন্ন জায়গা থেকে ব্যাপক পরিমাণে নিষিদ্ধ কাফ সিরাপ উদ্ধার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, রাজ্য পুলিশের স্পেশাল টাস্কফোর্স বা এসটিএফ সূত্র মারফত খবর পেয়ে গঙ্গারামপুর পুনর্ভবা ব্রিজ সংলগ্ন এলাকায় অভিযান চালানো হয়। শনিবার সকাল আনুমানিক ৭ টা নাগাদ ঝাড়খণ্ডের নাম্বার প্লেট লাগানো একটি ১২ চাকার লরিকে আটক করা হয়। আর সেই গাড়ি থেকেই প্রায় ১৫ হাজার নিষিদ্ধ কাফ সিরাপ ও প্রায় দেড় হাজার সর্ষের তেল উদ্ধার হয়। পাশাপাশি আরও একটি চারচাকা গাড়িকে আটক করে রাজ্য পুলিশের স্পেশাল টাস্কফোর্স। দুটি গাড়ি সহ সহ মোট ৫ জনকে গ্রেফতার করা হয়েছে।
এনিয়ে জেলা পুলিশ সুপার রাহুল দে জানিয়েছেন, জেলা পুলিশ নয় এসটিএফের পক্ষ থেকে গতকাল গঙ্গারামপুরে অভিযান চালিয়ে নিষিদ্ধ কাফ সিরাপ উদ্ধার করা হয়েছে। এই ঘটনায় কয়েকজন গ্রেফতার হয়েছে। পুরো ঘটনা খতিয়ে দেখা হচ্ছে।
এদিকে, আজও বসিরহাট মহকুমার ভারত-বাংলাদেশ সীমান্ত থেকে আটক হয় কয়েকজন বাংলাদেশী। জানা গিয়েছে, সীমান্তরক্ষী বাহিনী জিজ্ঞাসাবাদ করলে তারা কোনও বৈধ নথিপত্র দেখাতে পারেনি। এরপর তল্লাশি চালিয়ে তাদের কাছ থেকে ২৫০ বোতল ফেন্সিডিল উদ্ধার হয়, যার বাজারমূল্য প্রায় ৫০ হাজার টাকা।