South Dinajpur : ‘দাদা একটু সাইডে যান’, বলতেই কন্ডাক্টরের মুখে ঘুষি যুবকের

TV9 Bangla Digital | Edited By: জয়দীপ দাস

Feb 05, 2023 | 2:32 PM

South Dinajpur : উত্তপ্ত পরিস্থিতিতে বাস থামাতে বাধ্য হন চালক। রক্তাক্ত অবস্থায় কন্ডাক্টরকে বুনিয়াদপুর বাসস্ট্যান্ডের ট্রাফিক মোড়ে নিয়ে আসা হয়।

South Dinajpur : ‘দাদা একটু সাইডে যান’, বলতেই কন্ডাক্টরের মুখে ঘুষি যুবকের
কন্ডাক্টরের মুখে ঘুসি মদ্যপ যুবকের

Follow Us

বংশীহারী : দাদা একটু সাইডে যান। এ কথা বলতেই সরকারি বাসের কন্ডাক্টরকে ঘুষি এক বাসযাত্রীর৷ রবিবার সকালে চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে দক্ষিণ দিনাজপুর (Dakshin Dinajpur) জেলার বুনিয়াদপুরে। মারের চোটে কন্ডাক্টরের মুখ দিয়ে গলগল করে রক্ত বের হতে থাকে। অভিযোগ, মদ্যপ অবস্থায় ছিলেন অভিযুক্ত যাত্রী। ব্যাপক চাঞ্চল্য ছড়ায় বুনিয়াদপুর বাস স্ট্যান্ড সংলগ্ন এলাকায়। খবর পেয়ে ঘটনাস্থলে যায় বংশীহারী থানার পুলিশ। পরে মদ্যপ ওই যাত্রীকে বংশীহারী থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয়। শেষে ঝামেলা মিটলে বাসটি মালদার উদ্দেশে রওনা দেয়৷ পুরো ঘটনা খতিয়ে দেখছে বংশীহারী থানার পুলিশ। 

সূত্রের খবর, এদিন একটি সরকারি বাস বালুরঘাট থেকে মালদার উদ্দেশে যাচ্ছিল। কিন্তু, বাসটিতে ছিল প্রচণ্ড ভিড়। ভিড়ের কারণেই গাড়ির মধ্যে থাকা কন্ডাক্টর প্যাসেঞ্জারদের ঠিকঠাকভাবে সরে দাঁড়াতে বলেন। এই বাসেই ছিলেন নুর ইসলাম নামে এক যুবক। অভিযোগ, তাঁকে সাইড দিতে বলতেই মারমুখী হয়ে ওঠেন ওই যুবক। কন্ডাক্টরকে মারতে উদ্যত হন। অভিযোগ, সেই সময় মদ্যপ অবস্থায় ছিলেন ওই যুবক। কেন সরতে বললেন এ নিয়েই গাড়ির ভিতরে থাকা ওই মদ্যপ যুবকের সঙ্গে বচসা বাধে কন্ডাক্টরের। অভিযোগ, সেই সময় কন্ডাক্টর আমির হুসেন চৌধুরীর মুখে সজোরে ঘুসি মারেন ওই যুবক। মুহূর্তেই তাঁর মুখ দিয়ে গলগল করে রক্ত ঝরতে শুরু করে। চিৎকার-চেঁচামেচি শুরু হয়ে যায় গোটা বাসে। বাসের মধ্যে থাকা অন্যান্য যাত্রীরাই থামান ওই যুবককে। 

উত্তপ্ত পরিস্থিতিতে বাস থামাতে বাধ্য হন চালক। রক্তাক্ত অবস্থায় কন্ডাক্টরকে বুনিয়াদপুর বাসস্ট্যান্ডের ট্রাফিক মোড়ে নিয়ে আসা হয়। নিয়ে যাওয়া হয় নিকটবর্তী চিকিৎসা কেন্দ্রে। ততক্ষণে খবর চলে গিয়েছে পুলিশে।বুনিয়াদপুর বাসস্ট্যান্ডে বাস আসতেই কর্তব্যরত পুলিশ কর্মীদের হাতে তুলে দেওয়া হয় মদ্যপ যুবককে। পাশাপাশি গোটা ঘটনার কথা  উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থাকেও জানানো হয়েছে বলেও জানা যাচ্ছে। 

Next Article