Suspicion of Theft: ধান চোর সন্দেহে সারারাত বেঁধে রেখে গণধোলাই, হইচই হিলিতে

Rupak Sarkar | Edited By: Soumya Saha

May 28, 2023 | 12:30 PM

Hili: চোর সন্দেহে পাকড়াও করার পর বেধড়ক মারধর করা হয় তাকে। এরপর সারারাত গ্রামে আটকে রেখে রবিবার সকালে তুলে দেওয়া হয় হিলি থানার পুলিশের হাতে। ধৃত ওই ব্যক্তির নাম মলয় মণ্ডল। বাড়ি হিলি থানা এলাকারই চকদাপটে।

Suspicion of Theft: ধান চোর সন্দেহে সারারাত বেঁধে রেখে গণধোলাই, হইচই হিলিতে
ধান চোর সন্দেহে মারধর

Follow Us

হিলি: ধান চোর সন্দেহে এক ব্যক্তিকে বেধড়ক মারধর। গতকাল গভীর রাতে ঘটনাটি ঘটেছে দক্ষিণ দিনাজপুরের (South Dinajpur) হিলিতে। হিলি থানা এলাকার গড় ধলপাড়া গ্রামে গতরাতে এক ব্যক্তির বাড়ির চত্বরে ঘুরপাক খাচ্ছিল ওই ব্যক্তি। তারপর লুকাস সরেন নামে এক ব্যক্তির বাড়িতে ঢুকে পড়ে। আর সেই সময়েই ধরা পড়ে যায় ওই ব্যক্তি। এলাকাবাসীদের সন্দেহ, ধান চুরি করতেই রাতের অন্ধকারে সরেনদের বাড়িতে ঢুকেছিল ওই ব্যক্তি। চোর সন্দেহে পাকড়াও করার পর বেধড়ক মারধর করা হয় তাকে। এরপর সারারাত গ্রামে আটকে রেখে রবিবার সকালে তুলে দেওয়া হয় হিলি থানার পুলিশের হাতে। ধৃত ওই ব্যক্তির নাম মলয় মণ্ডল। বাড়ি হিলি থানা এলাকারই চকদাপটে। পুলিশ ওই ব্যক্তিকে উত্তেজিত জনতার হাত থেকে উদ্ধার করে থানায় নিয়ে যায় এবং গোটা ঘটনা খতিয়ে দেখছে হিলি থানার পুলিশ।

স্থানীয় বাসিন্দাদের বক্তব্য, তাঁদের গ্রামে বিগত বেশ কিছুদিন ধরে চোরের উপদ্রব বেড়েছে। রাতের অন্ধকারে ধান চুরি করে নিয়ে পালাচ্ছিল চোরেরা। যাতে বিষয়টি কারও নজরে না আসে, তাই একবারে বেশি ধান চুরি হচ্ছিল না। কখনও এক বস্তা, কখনও আবার দুই বস্তা করে চুরি হচ্ছিল। গ্রামবাসীরা অনেকদিন ধরেই চেষ্টা করছিলেন চোরকে ধরার, কিন্তু প্রতিবারই সকলের নজর এড়িয়ে পালাচ্ছিল চোর।

শনিবার গভীর রাত প্রায় ১ টা নাগাদ মলয় মণ্ডল নামে ওই ব্যক্তি লুকাস সরেনের বাড়িতে ঢোকে। সেই সময় ধানের গাদার আওয়াজ পান বাড়ির লোকেরা। তাদের ঘুম ভেঙে যায় এবং উঠে এসে বাড়ির সামনে থেকে ধরে ফেলেন মলয় মণ্ডল নামে ওই ব্যক্তিকে। আর এরপরই খবর দেওয়া হয় আশপাশের প্রতিবেশীদের। সকলে মিলে ওই ব্যক্তিকে বেঁধে ফেলেন। ধান চোর সন্দেহে বেধড়ক মারধর করা হয়। এদিকে পরবর্তীকে পুলিশ খবর পেয়ে ওই ব্যক্তিকে সেখান থেকে উদ্ধার করে থানায় নিয়ে। আপাতত থানাতেই তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং গোটা ঘটনা খতিয়ে দেখা হচ্ছে।

Next Article