তপন: কয়েকদিন আগে জামালপুরে একেবারে রাস্তা থেকে উঠে এসেছিল নরকাঙ্কাল। জাতীয় সড়কের কাজ করতে গিয়ে শ্রমিকদের নজরে পড়েছিল হাড়গোড়। তা নিয়ে রীতিমতো শোরগোল পড়ে গিয়েছিল এলাকায়। এবার যেন একই ছবি দেখা গেল দক্ষিণ দিনাজপুরের তপনের রামচন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতের কালিনগর এলাকায়। ফাঁকা জমি থেকে উদ্ধার হল মানব শরীরের হাড়গোড়। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। খবর পেয়ে এদিন দুপুরে ঘটনাস্থলে যান অতিরিক্ত পুলিশ সুপার কার্তিক চন্দ্র মণ্ডল, তপনের বিডিও তীর্থঙ্কর ঘোষ সহ অন্যান্য পুলিশ ও প্রশাসনিক আধিকারিকেরা।
স্থানীয় সূত্রে জানা গিছে, গতকাল বিকেলে রামচন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতের কালিনগর জল ট্যাংকি সংলগ্ন এলাকায় জমিতে স্থানীয়রা মানব শরীরের পায়ের টুকরো এবং মেরুদণ্ডের হাড় পড়ে থাকতে দেখা যায়। এছাড়াও ছড়িয়ে ছিটিয়ে থাকা শরীরে পচাগলা অংশ দেখাও যায়। খবর এলাকায় ছড়িয়ে পড়লে ব্যাপক উত্তেজনাও তৈরি হয়। খবর পেয়ে রাতেই ঘটনাস্থলে পৌঁছায় তপন থানার পুলিশ।
স্থানীয়দের দাবি, উদ্ধার হওয়া দেহাংশ গত মঙ্গলবার থেকে নিখোঁজ হয়ে যাওয়া সুরাখা বিবি(৩৪) নামে এক গৃহবধুর। তার পরিবারের সদস্যদেরও একই দাবি। দেহের কাছে পাওয়া চটি দেখে তার ছেলে মৃতদেহ শনাক্ত করেছে বলে দাবি স্থানীয় বাসিন্দাদের। তপন থানা বাকি দেহাংশের খোঁজে সকাল থেকে তল্লাশি শুরু করেছে। এলাকায় রয়েছেন তপন ব্লকের বিডিও তীর্থঙ্কর ঘোষ, অ্যাডিশনাল পুলিশ সুপার কার্তিক মণ্ডল সহ অন্যান্য পুলিশ আধিকারিকরা। অবশিষ্ট দেহাংশ কোথায় গেল তা নিয়ে জোর তল্লাশি চলছে।