Balurghat: বালুরঘাটে খাবারের টোপ দিয়ে ক্লাস থ্রি-র ছাত্রীর ধর্ষণের চেষ্টার অভিযোগ, পুলিশ ধরল পাড়ার ‘দাদুকে’

Rupak Sarkar | Edited By: জয়দীপ দাস

Feb 17, 2024 | 12:02 AM

Balurghat: জানা গিয়েছে, বৃহস্পতিবার বিকেলে ঘটনাটি ঘটে। অভিযোগ, খাবারের প্রলোভন দেখিয়ে নাবালিকাকে ধর্ষণের চেষ্টা করে প্রায় ৬০ বছরের ওই বৃদ্ধ। শিশুটির চিৎকার শুনে ছুটে আসেন আশপাশের লোকজন।

Balurghat: বালুরঘাটে খাবারের টোপ দিয়ে ক্লাস থ্রি-র ছাত্রীর ধর্ষণের চেষ্টার অভিযোগ, পুলিশ ধরল পাড়ার ‘দাদুকে’
অভিযুক্তের ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ
Image Credit source: TV-9 Bangla

Follow Us

বালুরঘাট: খাবারের প্রলোভন দেখিয়ে তৃতীয় শ্রেণির ছাত্রীর ধর্ষণের চেষ্টার অভিযোগ প্রতিবেশী এক বৃদ্ধের বিরুদ্ধে। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট পুরসভা এলাকায়। অভিযোগ দায়ের হতেই অভিযুক্তকে গ্রেফতার করেছে বালুরঘাট থানার পুলিশ। শুক্রবার ধৃতকে বালুরঘাট জেলা আদালতের পকসো কোর্টে তোলা হলে অভিযুক্তকে ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেন বিচারক। ইতিমধ্যেই নির্যাতিতার গোপন জবানবন্দিও নেওয়া হয়েছে। পুরো ঘটনা খতিয়ে দেখছে বালুরঘাট থানার পুলিশ। 

জানা গিয়েছে, বৃহস্পতিবার বিকেলে ঘটনাটি ঘটে। অভিযোগ, খাবারের প্রলোভন দেখিয়ে নাবালিকার শ্লীলতাহানি ও ধর্ষণের চেষ্টা করে প্রায় ৬০ বছরের ওই বৃদ্ধ। শিশুটির চিৎকার শুনে ছুটে আসেন আশপাশের লোকজন। তখনই জানা যায় আসল ঘটনা। শিশুটিকে প্রায় নগ্ন অবস্থায় উদ্ধার করে প্রতিবেশীরা। রাতেই বালুরঘাট থানায় অভিযোগ দায়ের করেন পরিবারের সদস্যরা। অভিযোগ পেতেই এদিন অভিযুক্তকে গ্রেফতার করা হয়। তোলা হয় আদালতে। 

নির্যাতিতার বাবার অভিযোগ, গতকাল ওই ঘটনার পর পালিয়ে গিয়েছিল অভিযুক্ত। রাতেই এনিয়ে বালুরঘাট থানায় অভিযোগ দায়ের করি। পরে পুলিশ তাঁকে গ্রেফতার করে। ওর চরমতম শাস্তির দাবি জানিয়েছি। এ বিষয়ে বালুরঘাট থানার আইসি শান্তিনাথ পাঁজা বলেন, ধর্ষণের চেষ্টার অভিযোগ দায়ের হয়। সেই অভিযোগের ভিত্তিতে একজনকে গ্রেফতার করা হয়েছে। এদিন আদালতে তোলা হলে আদালত থেকে ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছেন। এ নিয়ে পসকো আইনে মামলা রুজু হয়েছে। 

Next Article