Balurghat News: সমবায় ব্যাঙ্কে টাকা রাখার নাম করে প্রতারণা, তদন্তে পুলিশ

TV9 Bangla Digital | Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী

May 04, 2022 | 12:52 PM

Balurghat News: অভিযোগ, আমানতকারীদের বারবার নানা রকমের হুমকি দেওয়া হয়। এমনকি দীর্ঘদিন ধরে নিজেদের টাকা চেয়েও না পাওয়ায় অবশেষে মঙ্গলবার প্রতারিতরা বালুরঘাট থানার দ্বারস্থ হন।

Balurghat News: সমবায় ব্যাঙ্কে টাকা রাখার নাম করে প্রতারণা, তদন্তে পুলিশ
সমবায় ব্যাঙ্কে টাকা জমার নামে প্রতারণা

Follow Us

বালুরঘাট: সমবায় ব্যাঙ্কে টাকা রাখার নাম করে গ্রামের একাধিক মানুষের কাছ থেকে লক্ষাধিক টাকা নিয়ে প্রতারণা করার অভিযোগ উঠল এক ব্যক্তির বিরুদ্ধে। প্রতারিত হয়েছেন বুঝতে পেরেই আমানতকারীরা টাকা চাইতে গেলে তাঁদেরই হুমকি দেওয়া হয় বলে অভিযোগ। অবশেষে বালুরঘাট থানার দ্বারস্থ হলেন প্রতারিতরা। অভিযোগ পেলে পুরো বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছে বালুরঘাট থানার পুলিশ।

বালুরঘাট ব্লকের জলঘর গ্রাম পঞ্চায়েতের গঙ্গাসাগর এলাকার বাসু মণ্ডল। পেশায় তিনি কৃষক। অভিযোগ ওঠে ওই ব্যক্তি দীর্ঘদিন ধরে গুপীনগর, রাধানগর এলাকায় সমবায় ব্যাঙ্কে টাকা রাখার নাম করে সাধারণ মানুষের কাছ থেকে টাকা তুলেছেন। বেশ কয়েকবার লোকের কাছ থেকে নেওয়া টাকা সময় মত সুদসমেত ফেরতও দেন। গ্রামবাসীদের ধারণা ছিল ওই ব্যক্তি সমবায় ব্যাঙ্কে কাজ করেন।

বাবু মণ্ডলকে বিশ্বাস করে গ্রামের অনেক মানুষই তাঁর কাছে টাকা জমা দিতেন। কিন্তু এরই মধ্যে গত সেপ্টেম্বর থেকে ওই ব্যক্তি এলাকার  ১৬ আমানতকারীর থেকে প্রায় ২ লক্ষ টাকা তুলে ফেরত দিচ্ছিলেন না। এনিয়ে অভিযোগ ওঠে। খবর চাউর হতেই অনেকে তাঁদের নিজেদের টাকা ফেরত নিতে যান।

অভিযোগ, ওই ব্যক্তি টাকা তো ফেরত দেননি। উল্টে তাঁদের হুমকি দেওয়া হচ্ছিল বলে অভিযোগ। শেষমেশ তাঁরা মঙ্গলবার বালুরঘাট থানার দ্বারস্থ হন। এবিষয়ে প্রতারিতদের বক্তব্য, তাঁরা দীর্ঘ দিন ধরেই ওই ব্যক্তির কাছে টাকা জমাচ্ছেন। সমবায় ব্যাঙ্কে টাকা রাখার নাম করেই তাঁদের কাছ থেকে টাকা নিয়েছেন। প্রথম প্রথম এক দুবার টাকা দিয়েও ছিলেন। কিন্তু যখন টাকা বেশি জমা রেখেছিলেন সেই টাকা আর দিচ্ছেন না। একাধিকবার টাকা চেয়েও পাননি। উলটে তাঁদের হুমকি দেওয়া হচ্ছে। বালুরঘাট থানায় বিষয়টি আমানতকারীরা জানিয়েছেন, এনিয়ে পুরো ঘটনা জলঘর গ্রাম পঞ্চায়েতের প্রধানের কাছেও বিষয়টি জানিয়েছেন। যদিও এনিয়ে অভিযোগ ওঠা ব্যক্তির কোনও মন্তব্য পাওয়া যায়নি। ঘটনার পর থেকে তিনি এলাকাতেই নেই।

Next Article