Balurghat Chaos: বর বাইরে ঘুরতে নিয়ে যান না, বাড়ি বসেই কাজ করেন… যা কাণ্ড ঘটিয়ে বসলেন এই দুই জা

TV9 Bangla Digital | Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী

Sep 13, 2022 | 1:34 PM

Balurghat Chaos: বালুরঘাট ব্লকের চিঙ্গিসপুর গ্রাম পঞ্চায়েতের চক আন্দারু গ্রামের বাসিন্দা পেশায় কৃষিজীবী পুলক বর্মন ও বুধুরাম বর্মন।

Balurghat Chaos: বর বাইরে ঘুরতে নিয়ে যান না, বাড়ি বসেই কাজ করেন... যা কাণ্ড ঘটিয়ে বসলেন এই দুই জা
বালুরঘাটের দুই গৃহবধূ

Follow Us

দক্ষিণ দিনাজপুর: বররা কোথাও ঘুরতে নিয়ে যান না, বাড়িতেই কাজ করেন, বাইরেও বের হন না। তাই দুই জা মিলে নিলেন চরম সিদ্ধান্ত। বাড়ি থেকে বেরিয়ে গেলেন এক সঙ্গে। সঙ্গে নিয়ে গেলে গয়না, দরকারি নথি-কাগজপত্র, দামী শাড়ি। ট্রেনে চেপে সোজা পৌঁছলেন দিল্লি। বালুরঘাটের দুই জা করলেন নজিরবিহীন কাণ্ড।

বালুরঘাট ব্লকের চিঙ্গিসপুর গ্রাম পঞ্চায়েতের চক আন্দারু গ্রামের বাসিন্দা পেশায় কৃষিজীবী পুলক বর্মন ও বুধুরাম বর্মন। সম্পর্কে তারা জেঠতুতো- কাকাতো ভাই। একই বাড়িতে বসবাস করেন। ওই দু’জনের দুই স্ত্রী তমা সরকার ও রঞ্জনা বর্মন। তাঁরা সম্পর্কে জা, দু’জনের মিল খবুই। বয়সে পুলক ছোট হলেও তিনি প্রায় তিন বছর আগে বিয়ে করেছেন। তাঁদের কোনও সন্তান নেই৷ অন্যদিকে দাদা বুধুরাম বছর দুয়েক আগে বিয়ে করেছেন। তাঁদেরও কোন সন্তান নেই।

গত শুক্রবার ওই দু’জনে এক সঙ্গে এক আত্মীয়ের বাড়িতে যাবে বলে সকাল ১০ টার দিকে বাড়ি থেকে বের হন। তারপর থেকেই তাঁদের কোনও হদিশ মিলছিল না। তেমনই দাবি করেন স্বামীরা। স্ত্রীদের আচমকা নিখোঁজ হয়ে যাওয়ার ঘটনায় প্রথমে বিপদেরই আশঙ্কা করছিলেন তাঁরা। পরে তাঁরা দেখতে পান, দুই বউ সঙ্গে করে তাঁদের সমস্ত গয়না, শিক্ষাগত শংসাপত্র, পরিচয়পত্র-সহ নানা নথি সঙ্গে নিয়ে গিয়েছেন। গোটা বিষয়টি তাঁরা বালুরঘাট থানায় জানান। পুলিশের তরফে তদন্ত শুরু হয়।

গত রবিবার তাঁরা বাড়ি থেকে বেরিয়েছিলেন। বাড়িতে রেখে গিয়েছিলেন তাঁদের মোবাইল। সোমবার তাঁরা অন্য নম্বর থেকে ফোন করে জানান, তাঁরা দিল্লিতে রয়েছেন। দুই ভাইয়ের বয়ান অনুযায়ী, স্ত্রীরা জানিয়েছেন, “বাইরে কোথাও ঘুরতে নিয়ে যাওয়া না। সব সময় বাড়িতেই কাজ করো৷ বলেও কোন লাভ হয়নি৷ তাই আমরাই দিল্লি চলে এলাম।”

স্ত্রীয়ের চিন্তাভাবনা শুনে কার্যত তাজ্জব বনে গিয়েছেন দুই ভাই। এমনটা যে হতে পারে, তা তাঁরা দুঃস্বপ্নেও ভাবতে পারেননি। স্ত্রীদের ফিরিয়ে আনার চেষ্টা করছেন দুই ভাই। কিন্তু দুই জা পাল্টা বায়না জুড়েছেন, স্বামীদেরকেই দিল্লি গিয়ে কাজ করতে হবে।

 

Next Article