Balurghat: সরকারি হোম থেকে কিশোরের ঝুলন্ত দেহ উদ্ধার

Rupak Sarkar | Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী

Oct 31, 2024 | 11:48 AM

Balurghat: হোমের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছেন তদন্তকারীরা। হোমের মধ্যেই কোনওরকমের ঘটনা ঘটেছিল কিনা, তাও জানার চেষ্টা করছে পুলিশ। হোমে কড়া নিরাপত্তা থাকে। তার মধ্য়েই এমন ঘটনা ঘটায় হোমের নিরাপত্তা নিয়েও প্রশ্ন উঠতে শুরু করেছে।

Balurghat: সরকারি হোম থেকে কিশোরের ঝুলন্ত দেহ উদ্ধার
সরকারি হোম থেকে কিশোরের দেহ উদ্ধার
Image Credit source: TV9 Bangla

Follow Us

বালুরঘাট:  সরকারি হোম থেকে উদ্ধার কিশোরের ঝুলন্ত দেহ। বুধবার সন্ধ্যায় ঘটনাটি ঘটেছে বালুরঘাট ব্লকের ডাঙ্গা গ্রাম পঞ্চায়েতের একটি হোমে। জানা যাচ্ছে, সন্ধ্যায়  হোমের শৌচাগার থেকে ওই কিশোরের ঝুলন্ত দেহ উদ্ধার। মৃতের বয়স আনুমানিক ১৬ বছর। বিষয়টি জানাজানি হতেই চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ঘটনাস্থলে যায় বালুরঘাট থানার পুলিশ। যান অতিরিক্ত জেলা শাসক (ভূমি ও রাজস্ব) হরিশ রসিদ, চাইল্ড ওয়েলফেয়ার কমিটির চেয়ারম্যান মন্দিরা রায়-সহ অন্যান্য আধিকারিকরা।
প্রাথমিকভাবে এটিকে আত্মহত্যার ঘটনা বলেই মনে করা হচ্ছে। কিন্তু কী কারণে সে এমন করল, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা।

প্রসঙ্গত, বালুরঘাটের ওই হোমে মূলত ছেলেদের রাখা হয়। ১৮ বছরের নীচে নাবালকদের এই হোমে রাখা হয়। বর্তমানে এই হোমে প্রায় ৫০ জন আবাসিক রয়েছে। যার মধ্যে ৫-৬ জন বাংলাদেশিও রয়েছে। হোমের দোতালার শৌচালয় থেকে ওই নাবালকের ঝুলন্ত দেহ উদ্ধার হয়। গলায় গামছার ফাঁস লাগানো অবস্থায় ঝুলছিল দেহটি।

হোমের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছেন তদন্তকারীরা। হোমের মধ্যেই কোনওরকমের ঘটনা ঘটেছিল কিনা, তাও জানার চেষ্টা করছে পুলিশ। হোমে কড়া নিরাপত্তা থাকে। তার মধ্য়েই এমন ঘটনা ঘটায় হোমের নিরাপত্তা নিয়েও প্রশ্ন উঠতে শুরু করেছে।

জানা যাচ্ছে, ওই নাবালক প্রায় ৯ বছর ধরে বালুরঘাটের ওই হোমে আছে। ২০১৫ সালে মালদা থেকে এই হোমে আনা হয়। এর কোনও ঠিকানা পাওয়া যায়নি। পথ শিশু ছিল। পুলিশ উদ্ধার করে তাকে হোমে নিয়ে আসে। আজ বিকালে সকলের সঙ্গে খেলাধুলা করছিল সে। তারপরই এমন ঘটনা ঘটেছে৷ কারণ খতিয়ে দেখছে প্রশাসন। এই নিয়ে একটি মামলা দায়ের করা হবে বলেই অতিরিক্ত জেলাশাসক জানিয়েছেন।

Next Article