Balurghat: যেতেন কাশী, চলে আসেন বালুরঘাট, বৃদ্ধকে বাড়ি ফেরালেন প্রশাসন

Rupak Sarkar | Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী

Oct 07, 2024 | 3:54 PM

Balurghat: গত ২৫ সেপ্টেম্বর বালুরঘাট রেলওয়ে স্টেশন থেকে অজ্ঞাত পরিচয় বৃদ্ধকে উদ্ধার করে বালুরঘাট জেলা হাসপাতালে ভর্তি করা হয়। বৃদ্ধ গুরুতর জখম ছিলেন। হাসপাতালের চিকিৎসকদের চিকিৎসা আস্তে আস্তে সুস্থ হয়ে ওঠেন তিনি। এদিকে সুস্থ হলেও বৃদ্ধের নাম পরিচয় জানা ছিল খুব সমস্যার।

Balurghat: যেতেন কাশী, চলে আসেন বালুরঘাট, বৃদ্ধকে বাড়ি ফেরালেন প্রশাসন
বৃদ্ধকে পরিবারের হাতে তুলে দিলেন চিকিৎসকরা
Image Credit source: TV9 Bangla

Follow Us

বালুরঘাট: ভুল করে চলে এসেছিল বালুরঘাট স্টেশনে। তারপর থেকে স্টেশন ঘুরে বেড়াচ্ছিলেন ওই বৃদ্ধ। বিষয়টি নজরে আসতেই পুলিশ ওই বৃদ্ধকে উদ্ধার করে বালুরঘাট জেলা হাসপাতাল ভর্তি করা হয়। এদিকে ওই হওয়া বৃদ্ধের কাছ থেকে উদ্ধার হয়েছিল প্রায় ১০ হাজার টাকা। বলছিলেন কথা। কিন্তু ভাষা সমস্যার কারণে তা বুঝতে পারছিল না বালুরঘাটের চিকিৎসক, নার্স থেকে স্বাস্থ্যকর্মীরা। দীর্ঘ প্রচেষ্টার পর গত সপ্তাহের শেষে পরিবারের সঙ্গে যোগাযোগ করে পুলিশ ও হাসপাতাল কর্তৃপক্ষ। এরপরই সোমবার সকালে পরিবারের লোক এসে হাসপাতাল চত্বরে আসে৷ এরপরই আইনি পক্রিয়া শেষ করে ওই বৃদ্ধকে পরিবারের হাতে তুলে দেওয়া হয়। দীর্ঘদিন পর পরিবারের লোকদের পেয়ে খুশি বৃদ্ধ। ওই বৃদ্ধের নাম লক্ষ্মী নারায়ণ। তাঁর বাড়ি তেলেঙ্গনার হায়দ্রাবাদে।

জানা গিয়েছে, গত ২৫ সেপ্টেম্বর বালুরঘাট রেলওয়ে স্টেশন থেকে অজ্ঞাত পরিচয় বৃদ্ধকে উদ্ধার করে বালুরঘাট জেলা হাসপাতালে ভর্তি করা হয়। বৃদ্ধ গুরুতর জখম ছিলেন। হাসপাতালের চিকিৎসকদের চিকিৎসা আস্তে আস্তে সুস্থ হয়ে ওঠেন তিনি। এদিকে সুস্থ হলেও বৃদ্ধের নাম পরিচয় জানা ছিল খুব সমস্যার। উনি বাংলা, হিন্দি ও ইংরেজি কোন ভাষায় বুঝতে পারছিলেন না। হাসপাতালে নার্স অপর্ণা বর্মন ও কর্মী সঞ্জিব বিশ্বাসের চেষ্টায় বৃদ্ধের নাম পরিচয় ও বাড়ির খবর পাওয়া যায়।
এরপর পুলিশের সহায়তায় পরিবারের সঙ্গে যোগাযোগ হয়। এরপর আজ হাসপাতালে এসে পৌঁছয় পরিবারের লোকেরা। সোমবার দুপুরে ওই বৃদ্ধকে পরিবারের হাতে তুলে দেওয়া হয়ম। উপস্থিত ছিলেন হাসপাতাল সুপার কৃষেন্দু বিকাশ বাগ সহ অন্যান্য হাসপাতালের কর্মীরা।

পরিবার সূত্রে জানা গিয়েছে, ওই বৃদ্ধ কাশী যাবেন বলে বাড়ি থেকে বেরিয়েছিলেন। ভুল করে তিনি বালুরঘাটে চলে আসেন। এদিকে হাসপাতাল কর্তৃপক্ষের অনুমান ওই বৃদ্ধকে মাদক জাতীয় কিছু খাইয়ে দেওয়া হয়েছিল। ওনার শরীরে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে। তবে এখন সুস্থ রয়েছে ওই বৃদ্ধ।

Next Article