Balurghat Higher Secondary: পরীক্ষাকেন্দ্রের সামনেই ষাঁড়ের লড়াই, পরীক্ষার আগেই ঘটে গেল ভয়ঙ্কর ঘটনা

Rupak Sarkar | Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী

Feb 16, 2024 | 1:06 PM

শুক্রবার রাজ্য জুড়ে শুরু হয়েছে উচ্চ মাধ্যমিক পরীক্ষা। বালুরঘাট শহরে বেশ কয়েকটি স্কুলে উচ্চ মাধ্যমিক পরীক্ষা চলছে। যার মধ্যে একটি পরীক্ষা কেন্দ্র হল উত্তমাশা এলাকার নালন্দা বিদ্যাপীঠ।

Balurghat Higher Secondary: পরীক্ষাকেন্দ্রের সামনেই ষাঁড়ের লড়াই, পরীক্ষার আগেই ঘটে গেল ভয়ঙ্কর ঘটনা
পরীক্ষাকেন্দ্রের সামনে ষাঁড়ের লড়াই
Image Credit source: TV9 Bangla

Follow Us

বালুরঘাট: উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু আগেই পরীক্ষা কেন্দ্রের সামনে তিন ষাঁড়ের লড়াই। ষাঁড়ের মাঝে পড়ে আহত এক পরীক্ষার্থী-সহ বেশ কয়েকজন। ভাঙল দুটি মোটর সাইকেল। শুক্রবার সকালে ঘটনায় চাঞ্চল্য ছড়ায় বালুরঘাট পুরসভার উত্তমাশা এলাকার নালন্দা বিদ্যাপীঠ চত্বরে। ঘটনায় আহতদের চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয় বালুরঘাট জেলা হাসপাতালে। প্রাথমিক চিকিৎসার পর আহতদের ছেড়ে দেওয়া হয়। এদিকে খবর পেয়ে ঘটনাস্থলে আসে বালুরঘাট থানার বিশাল বাহিনী। পরে পরীক্ষা কেন্দ্রের সামনে বেশি পরিমাণে পুলিশ মোতায়েন করা হয়৷ পরীক্ষার্থীর আঘাত গুরুতর না হওয়ায় সে যথা সময়ে পরীক্ষা কেন্দ্রে পরীক্ষা দিতে প্রবেশ করে।

শুক্রবার রাজ্য জুড়ে শুরু হয়েছে উচ্চ মাধ্যমিক পরীক্ষা। বালুরঘাট শহরে বেশ কয়েকটি স্কুলে উচ্চ মাধ্যমিক পরীক্ষা চলছে। যার মধ্যে একটি পরীক্ষা কেন্দ্র হল উত্তমাশা এলাকার নালন্দা বিদ্যাপীঠ। এদিন সকাল থেকে পরীক্ষার্থী ও অভিভাবকরা ভিড় করেন পরীক্ষা কেন্দ্রের সামনে। সেই সময় পরীক্ষা কেন্দ্রের মূল গেটের সামনে তিনটি ষাঁড় নিজেদের মধ্যে লড়াই শুরু করে। সেই ঘটনায় সেখানে থাকা দুটি বাইক ভেঙে ফেলে ষাঁড়।

ষাঁড়ের গুঁতোয় আহত এক পরীক্ষার্থী সহ প্রায় ৪ জন। যার মধ্যে তিন বিজেপি কর্মী সমর্থক। তারা পরীক্ষার্থীদের হাতে সাংসদ সুকান্ত মজুমদারের শুভেচ্ছা বার্তা ও পরীক্ষার সামগ্রী তুলে দেন৷ আহত তিন বিজেপি কর্মীকে চিকিৎসার জন্য বালুরঘাট জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়। এদিকে সেই ষাঁড়ের লড়াইয়ের ভিডিয়ো ধরা পড়েছে সিসিটিভিতে। পরীক্ষা কেন্দ্রের সামনে পড়ে রয়েছে বাইকের ভাঙা অংশ। আতঙ্কিত পরীক্ষার্থী, অভিভাবকরাও। পুলিশি নিরাপত্তায় গাফিলতির অভিযোগ তুলে বিক্ষোভ দেখান অভিভাবকরা।

Next Article