তপন: ঘূর্ণিঝড়ের জেরে ছিড়ল বিদ্যুতের তার। আর সেই তারের সংস্পর্শে আসতেই মৃত্যু হল এক মহিলার। চাঞ্চল্যকর ঘটনাটি করেছে দক্ষিণ দিনাজপুরের তপন থানার দ্বীপখন্ডা গ্রাম পঞ্চায়েতের দরপইলের। মৃতার নাম সুর জাহান বিবি(৪৫)। গতকাল রাত্রিবেলা তাঁকে বালুরঘাট জেলা হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করে। মঙ্গলবার বালুরঘাট থানার পুলিশ দেহটি ময়নাতদন্তে পাঠিয়েছে।
জানা গিয়েছে, সোমবার বিকেলের দিকে বাড়ির পাশে পুকুরে বাসন মাজতে যাচ্ছিলেন সুর জাহান বিবি। এদিকে ওই রাস্তায় ঝড়ে কারণে আগে থেকেই ছিঁড়ে রাস্তায় পড়েছিল বিদ্যুতের তার। এমনি গতকাল সকাল থেকে আকাশ ছিল মেঘলা। বিকেলের দিকে আরও মেঘলা আকাশ থাকার কারণে সেই তার নজরে আসেনি জাহানের।
এবার ওই রাস্তা দিয়ে পুকুরে যেতে তারের সংস্পর্শে আসেন তিনি। এর ফলে বিদ্যুৎস্পৃষ্ট হন। এদিকে পড়ে থেকে কাতরানোর দৃশ্য প্রতিবেশী এক নাবালিকার নজরে আসে। তার চিৎকারে প্রতিবেশী ও বাড়ির লোকরা ছুটে আসেন। বিদ্যুতের তার পড়ে থাকতে দেখেই এলাকার বিদ্যুৎ বন্ধ করা হয়। তাঁকে উদ্ধার করে তড়িঘড়ি করেই বালুরঘাট জেলা হাসপাতালে নিয়ে আসা হয়। সেখানে মৃত বলে ঘোষণা করে চিকিৎসক।
এ দিকে, বিদ্যুতের তার ছিঁড়ে থাকার খবর পেয়ে গতকাল রাতে সেটি ঠিক করে দেয় বিদ্যুত দফতরের কর্মীরা। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ,গ্রামীণ এলাকায় গাছ-গাছালি অনেক বেশি রয়েছে। মাঝেমধ্যেই ঝড় টড় হলে তার ছিঁড়ে পড়ে থাকে। এলাকায় কভারিং তার দেওয়া হলে পরে এমন দুর্ঘটনা ঘটবে না। যাবে না কারো প্রাণ। বিষয়টি জানাজানি হতে এলাকার শোকের ছায়া নেমে এসেছে।
মৃতার স্বামী নিজামুদ্দিন সরকার বলেন, “ও পুকুরে যাচ্ছিল। রাস্তায় যে তার ছিড়ে পড়ে আছে। তা বুঝতে পারেনি। তখনই পা দিয়ে দেয়। আর তারপরই ডেথ হয়ে যায়।”