Balurghat: পুজোর মরশুমে হঠাৎ বাস ধর্মঘটের ডাক, কেন?

Rupak Sarkar | Edited By: অবন্তিকা প্রামাণিক

Sep 23, 2024 | 9:38 PM

Balurghat: এ দিন বালুরঘাটের জাতীয় সড়কের বিভিন্ন এলাকা পরিদর্শন করেন জেলা পরিবহন ও পুলিশের আধিকারিকরা। এদিকে এনিয়ে আগামীকাল বাস মালিকদের সঙ্গে বৈঠক করবে পুলিশ প্রশাসন। ইতিমধ্যে বাস মালিকদের সঙ্গে কথা হয়েছে প্রশাসনের।

Balurghat: পুজোর মরশুমে হঠাৎ বাস ধর্মঘটের ডাক, কেন?
বাস মালিকদের ধর্মঘট
Image Credit source: Tv9 Bangla

Follow Us

বালুরঘাট: সামনেই পুজো। তবে তার আগে বাস ধর্মঘটের ডাক দিলেন বাস মালিকরা। টোটোর দৌরাত্মের জন্য বাস ধর্মঘটের ডাক দিয়েছে বাস মালিকরা। আগামিকাল অর্থাৎ মঙ্গলবার থেকে বাস ধর্মঘটের ডাক দিয়েছে বাস মালিকরা। এ দিকে, বাস ধর্মঘটের আগের দিনই বালুরঘাটে জাতীয় সড়কের বিভিন্ন এলাকা পরিদর্শন করলেন পুলিশ আধিকারিকরা।

সোমবার দুপুরে সাংবাদিক বৈঠক করেন আরটিও অনুপম চক্রবর্তী ও ডিএসপি ট্রাফিক বিল্বমঙ্গল সাহা। এছাড়াও উপস্থিত ছিলেন বালুরঘাট ট্রাফিক অফিসের আইসি অরুণ কুমার তামাং সহ অন্যান্য পুলিশ কর্মীরা। এদিন বালুরঘাট ট্রাফিক অফিসে সাংবাদিক বৈঠক অনুষ্ঠিত হয়। জাতীয় সড়ক ও রাজ্য সড়কে টোটো চলাচলের উপর নিষেধাজ্ঞা ও নিয়ন্ত্রণ করা হবে।

এ দিন বালুরঘাটের জাতীয় সড়কের বিভিন্ন এলাকা পরিদর্শন করেন জেলা পরিবহন ও পুলিশের আধিকারিকরা। এদিকে এনিয়ে আগামীকাল বাস মালিকদের সঙ্গে বৈঠক করবে পুলিশ প্রশাসন। ইতিমধ্যে বাস মালিকদের সঙ্গে কথা হয়েছে প্রশাসনের। প্রশাসনের পক্ষ থেকে বাস মালিকদের কাছে আবেদন জানানো হয়েছে পুজোর আগে তারা যেন বাস ধর্মঘটে না যান। যদিও, বাস মালিকদের সাফ দাবি বহুবার এমন আশ্বাস দেওয়া হয়েছিল। কিন্তু তা বাস্তবায়ন হয়নি। তাই আর আশ্বাস নয় দাবি বাস্তবতা না পেলে পরে তাদের ধর্মঘট চলবে। বালুরঘাট মোটর ওনার্স অ্যাসোসিয়েশন সম্পাদক মানস চৌধুরী বলেন, “যেভাবে খুশি যাচ্ছে। টোটো ন্যাশানাল হাইওয়ে, স্টেটহাইওয়েতে চলার কথা নয়। ডিএম এর কাছে আটবার গিয়েছি। আশ্বাস ছাড়া কিছু পাইনি। সেই কারণেই এই সিদ্ধান্ত।”

 

Next Article