হিলি: বাংলাদেশের ভাষা আন্দোলনের আগুনে আঁচ পড়েছিল ভারতেও। বীর তরুণদের রক্তস্নাত ভাষা বিপ্লব নাড়া দিয়েছিল গোটা বিশ্বকেও। শেষে মুক্তিযুদ্ধে ওপার বাংলার পাশে দাঁড়িয়েছিল ভারত সরকার। এদিন সাড়াম্বরেই ভারতের দিকে দিকে পালিত হল আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। বাংলাতেও হয়ে গেল নানা অনুষ্ঠান। বাংলাদেশের ও এপারের ভাষা প্রেমীদের ডাকে বাংলা ভাষাকে বিশ্বের দরবারে পৌঁছাতে এবারও হিলি সীমান্তে দিনটি সাড়ম্বরে উদযাপন করা হল। বুধবার সকালে হিলি আন্তর্জাতিক স্থল বন্দর এলাকায় ভাষা প্রেমীরা একত্রিত হন। হিলি শূন্য রেখাতেই দুই বাংলার ভাষাপ্রেমীরা কবিতা পাঠ ও আবৃত্তি পাঠ করেন।
এদিন এপার বাংলার হিলিতে স্বেচ্ছাসেবি সংস্থা উজ্জীবন সােসাইটি, উত্তরের রোববার, হিলি তুরা জয়েন্ট মুভমেন্ট কমিটি ও বাংলাদেশের আলােকিত সীমান্ত এবং মুক্তিযােদ্ধা সংসদের পক্ষ থেকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করা হল।
এদিকে শূন্য রেখার ওই পারে অর্থাৎ বাংলাদেশের অংশে ভাষা দিবসের আরও একটি অনুষ্ঠান হয়। সেখানে সামিল হতে পারতেন ভারতীয়রা। কিন্তু, আইনি জটিলতার কারণে আর সেখানে যাওয়ার অনুমতি মেলে না ভারতীয়দের অনেকেরই। তারপর থেকেই হিলির এইপারে ভারতের অংশে আলাদা অনুষ্ঠান হচ্ছে। সেখানেই মিলেমিশে একাকার দুই বাংলা। এইবারও আইনি জটিলতার কারণে বাংলাদেশের অনুষ্ঠানে ভারতের অনেক ভাষাপ্রেমীরা অংশগ্রহণ করতে পারেননি। ভারতের পক্ষ থেকে কয়েকজন ভিসা পাসপাের্ট করে বাংলাদেশের যান। সেখানে তাঁরা ভাষা দিবসের অনুষ্ঠানে যােগ দেন।
ভারতের পক্ষ থেকে অমর একুশের শহিদ বেদীতে বীর শহীদদের শ্রদ্ধা জানানাে হয়। এর পাশাপাশি ভাষা দিবসকে ঘিরে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন ছিল। হিলির পাশাপাশি এদিন সরকারিভাবে বালুরঘাটে ভাষা দিবস অনুষ্ঠিত হয়। অন্যদিকে এদিন বালুরঘাটে দক্ষিণ দিনাজপুর জেলা প্রেস ক্লাবেও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন করা হয়। যেখানে উপস্থিত ছিলেন প্রেস ক্লাবের সদস্য-সহ বিশিষ্ট কবি-সাহিত্যিকেরা।