AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Hili Border: ৩৫ বছর ধরে এই কারবার! সীমান্ত থেকে হাতেনাতে ধরল BSF

Hili Border: রাতে ধৃতদের হিলি থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয়। বুধবার ধৃতদের বালুরঘাট জেলা আদালতে তোলা হলে বিচারক স্বামীকে ৫ দিনের পুলিশ হেফাজত ও স্ত্রীকে ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছেন।

Hili Border: ৩৫ বছর ধরে এই কারবার! সীমান্ত থেকে হাতেনাতে ধরল BSF
Image Credit: TV9 Bangla
| Edited By: | Updated on: Jul 16, 2025 | 11:51 PM
Share

হিলি: ৩৫ বছর আগে হিলি সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশ করেছিলেন এক দম্পতি। এরপর থেকে বসবাস করছিলেন ছত্তিশগঢ়ের। ভারতের ভোটার কার্ড, আধার কার্ড, পাসপোর্ট সহ অন্যান্য নথিও তৈরি করে ফেলেছিলেন স্বামী। পরে ছত্তিশগঢ় পুলিশ তাদের অবৈধ নাগরিক বলে ঘোষণা করে। এরপরই তারা হিলি সীমান্ত দিয়ে বাংলাদেশে ফেরার সিদ্ধান্ত নেয়।

মঙ্গলবার হিলি স্থলবন্দর দিয়ে স্বামী ও হিলির চক গোপাল সীমান্ত দিয়ে অবৈধভাবে বাংলাদেশে যাওয়ার চেষ্টা করেন স্ত্রী। গোপন সূত্রে খবর পেতেই মহিলাকে ধরে ফেলে বিএসএফ। তিনি বিএসএফ-এর হাতে ধরা পড়তেই স্বামীর কথা বলেন। এরপর তাঁকে জিজ্ঞাসাবাদ করে স্বামীকে হিলি স্থলবন্দর থেকে ধরে বিএসএফ।

রাতে ধৃতদের হিলি থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয়। বুধবার ধৃতদের বালুরঘাট জেলা আদালতে তোলা হলে বিচারক স্বামীকে ৫ দিনের পুলিশ হেফাজত ও স্ত্রীকে ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছেন। স্বামীর বিরুদ্ধে অবৈধভাবে ভারতে প্রবেশ সহ অন্যান্য ধারায় মামলা রুজু করা হয়েছে। কী কারণে তাঁরা ভারতে এসেছিলেন, কোথা থেকে তৈরি করেছিলেন নথি, পুরো ঘটনা খতিয়ে দেখছে হিলি থানার পুলিশ ও ১২৩ নম্বর ব্যাটালিয়নের বিএসএফ জওয়নারা।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃত বাংলাদেশি দম্পতির নাম শেখ ইমরান(৫৮) ও তাঁর স্ত্রী জৈনাব ওরফে মাভিয়া আক্তার(৫০)। তাঁদের বাড়ি বাংলাদেশের রাজশাহীর বিরকুস্টায়। তারা ১৯৯০ সালে হিলি সীমান্ত দিয়ে অবৈধ ভাবে ভারতে প্রবেশ করেন। জানা গিয়েছে, রায়পুরে শেখ ইমরান বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানে সায়েরি করত। ৭ ভাই সহ ইমরানের গোটা পরিবার বাংলাদেশে থাকে। শুধুমাত্র স্ত্রীকে নিয়ে ভারতে থাকতেন ইমরান। নিজের নথি তৈরি করলেও স্ত্রীর নথি তৈরি করতে পারেননি তিনি।