BSF: ওপার থেকে ঢুকে পড়ছিল ১৭ বছরের ছেলে, হাতেনাতে ধরে ফেলল BSF

Rupak Sarkar | Edited By: তন্নিষ্ঠা ভাণ্ডারী

Jan 08, 2025 | 11:43 PM

Bangladesh Border: জিজ্ঞাসাবাদ করে জানা যায়, ওই কিশোরের নাম অপন চন্দ্র সিংহ(১৭)। সে বাংলাদেশের ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গী থানার থুমনিয়া গ্রামের বাসিন্দা।

BSF: ওপার থেকে ঢুকে পড়ছিল ১৭ বছরের ছেলে, হাতেনাতে ধরে ফেলল BSF
বিএসএফের হাতে পাকড়াও কিশোর
Image Credit source: TV9 Bangla

Follow Us

হিলি: বাংলাদেশ থেকে ভারতে অবৈধ অনুপ্রেবেশের চেষ্টা করতে গিয়ে পাকড়াও কিশোর। মঙ্গলবার রাতে ঘটনাটি ঘটেছে দক্ষিণ দিনাজপুরের হিলি থানার অন্তর্গত বালুপাড়া বিওপির সীমান্ত এলাকায়। যে কিশোরকে আটক করা হয়েছে, তাকে জিজ্ঞেসবাদ হিলি থানার পুলিশের হাতে তুলে দিয়েছে বিএসএফ।

বুধবার ওই কিশোরকে গ্রেফতার করে জুভেনাইল জাস্টিস বোর্ডে পেশ করেছে পুলিশ। বর্তমানে ওই কিশোরকে শুভায়ন হোমে পাঠানো হয়েছে। এদিকে বাংলাদেশি অনুপ্রবেশের ঘটনায় সরব হয়েছে বিজেপি। রাজ্যের উপর দায় চাপিয়েছেন তারা।

বালুপাড়া বিওপির ভারত বাংলাদেশ সীমান্তে কর্তব্যরত এক জওয়ানের নজরে আসে বিষয়টি। তিনি প্রথম দেখতে পান বাংলাদেশ থেকে এক কিশোরকে অবৈধভাবে অনুপ্রবেশের চেষ্টা করছে। ঘটনায় ওই কিশোরকে পাকড়াও করেন কর্তব্যরত জওয়ান। তারপরেই ঘটনাস্থলে বিএসএফের আধিকারিকেরা পৌঁছয়।

জিজ্ঞাসাবাদ করে জানা যায়, ওই কিশোরের নাম অপন চন্দ্র সিংহ(১৭)। সে বাংলাদেশের ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গী থানার থুমনিয়া গ্রামের বাসিন্দা। ওই কিশোরকে জিজ্ঞাসাবাদের পরে রাতেই আইন প্রক্রিয়ার মাধ্যমে হিলি থানার পুলিশ হাতে হস্তান্তর করে ১৫১ নম্বর ব্যাটেলিয়ন বিএসএফ। ওই কিশোরকে গ্রেফতার করে অনুপ্রবেশের ঘটনার তদন্ত শুরু করে হিলি থানার পুলিশ।

পুরো ঘটনাটি খতিয়ে দেখছে পুলিশ। এই বিষয়ে হিলি থানার আইসি শীর্ষেন্দু দাস বলেন, “বিএসএফ এক কিশোরকে পাঠিয়েছে। আমরা আইনানুগ পদক্ষেপ করেছি।”

Next Article