বালুরঘাট: অ্যাপসে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম। মহিলাদের জন্য রয়েছে বিশেষ অফার। সুদ ছাড়াই ৪০ হাজার টাকা পর্যন্ত ঋণ। আর অ্যাপসে ক্লিক করলেই কেল্লাফতে! মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি লাগিয়ে লোন দেওয়ার ভুয়ো বিজ্ঞাপন পোস্ট সোশ্যাল মিডিয়ায়। বিষয়টি নজরে আসতেই মঙ্গলবার রাতে বালুরঘাটে সাইবার ক্রাইম থানায় লিখিত অভিযোগ দায়ের করলেন দক্ষিণ দিনাজপুর জেলা তৃণমূলের সাধারণ সম্পাদক মফিজউদ্দিন মিঞা।
অভিযোগ পেতেই পুরো ঘটনার তদন্তে নেমেছে সাইবার থানার পুলিশ। এদিকে এনিয়ে বুধবার দুপুরে বালুরঘাটে সাংবাদিকদের মুখোমুখি হন ডিএসপি হেড কোয়ার্টার বিক্রম প্রসাদ। তিনি বলেন, “দুটি ক্ষেত্রেই অভিযোগ দায়ের হয়েছে সাইবার ক্রাইম থানায়। মামলাও শুরু হয়েছে৷ তবে এখনো কেউ আটক বা গ্রেফতার হয়নি। সবটা খতিয়ে দেখা হচ্ছে।”
জেলা তৃণমূলের সাধারণ সম্পাদক মফিজউদ্দিন মিঞা জানান, ঠিক কীভাবে প্রতারণা চক্রটি সক্রিয়? তিনি জানান, মমতা বন্দ্য়োপাধ্যায়ের ছবি দিয়ে অ্যাপস তৈরি করা হয়েছে। বিশেষ করে মহিলাদের টার্গেট করা হচ্ছে। বলা হচ্ছে ৪০ হাজার টাকা করে লোন দেওয়া হবে। তাঁর কথায়, “এটা সম্পূর্ণভাবে একটা অবৈধ চক্র চলছে, দলকে কালিমালিপ্ত করার জন্য। আমাদের বিষয়টি নজরে আসতেই দ্রুত পদক্ষেপ করি। সাইবার ক্রাইম থানায় লিখিত অভিযোগ দায়ের করি।”