TV9 Bangla Digital | Edited By: অবন্তিকা প্রামাণিক
Dec 10, 2021 | 8:34 PM
মুক্তিযুদ্ধের সুবর্ণ জয়ন্তী উপলক্ষে অস্ত্র প্রদর্শনী করল বিএসএফ। শুক্রবার হিলি শহিদ বেদী প্রাঙ্গণে বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করে বিএসএফের ৬১ নম্বর ব্যাটেলিয়ন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নর্থ বেঙ্গল ফ্রন্টিয়ার বিএসএফের ডিআইজি মুরারি প্রসাদ সিং, রায়গঞ্জ রেঞ্জের ডিআইজি বিশাল রানে, ৬১ বিএসএফের টুআইসি জটাশঙ্কর সিং প্রমুখ।
এদিন দুপুরে হিলি শহীদ বেদী প্রাঙ্গণে বিএসএফের শীর্ষ আধিকারিকেরা পৌঁছে শহিদ বেদিতে পুষ্পস্তবক দিয়ে শ্রদ্ধাজ্ঞাপন করেন।
তারপরে মঙ্গলপ্রদীপ জ্বালিয়ে অনুষ্ঠানের সূচনা করা হয় ৷ অনুষ্ঠানে ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে হিলি ব্যাটেল ও যুদ্ধের পূর্ণাঙ্গ তথ্য তথ্যচিত্রের মাধ্যমে তুলে ধরা হয়।
নাচ গানের মাধ্যমে সাংস্কৃতিক অনুষ্ঠান করা হয়।
এরপর ১৯৭১ সালের যুদ্ধে ব্যবহৃত অস্ত্র ও যুদ্ধের ছবি সাধারণ মানুষের সামনে প্রদশর্নীর মাধ্যমে তুলে ধরা হয়।