Balurghat: দোকান গুঁড়িয়ে দেওয়ার অভিযোগ তৃণমূল নেতার নামে

Rupak Sarkar | Edited By: সায়নী জোয়ারদার

May 30, 2024 | 11:50 PM

Balurghat: রাতে পুলিশ ঘটনাস্থলে যেতেই ক্ষোভ উগরে দেন এলাকার লোকজন। কেন এমন ঘটনা ঘটল তার যথাযথ তদন্তের দাবি তোলেন তাঁরা। পুলিশ ঘটনা খতিয়ে দেখছে। যদিও অভিযুক্ত তৃণমূল নেতা বিশ্বজিৎ দাসের বক্তব্য, বালুরঘাটে বিপ্লব মিত্র জিতবেন তা বিজেপি বুঝে গিয়ে উদ্দেশ্যপ্রণোদিতভাবে এ ধরনের কাজকর্ম করছে।

Balurghat: দোকান গুঁড়িয়ে দেওয়ার অভিযোগ তৃণমূল নেতার নামে
এভাবেই ভাঙচুর করা হয়েছে।
Image Credit source: TV9 Bangla

Follow Us

দক্ষিণ দিনাজপুর: এক তৃণমূল নেতার বিরুদ্ধে দোকান ভেঙে গুঁড়িয়ে দেওয়ার অভিযোগ উঠল। অভিযোগ, ওই তৃণমূল নেতার রায়ত সম্পত্তির সামনে দোকানটি তৈরি করা হয়েছিল। এরপরই সেই দোকান ভেঙে দেওয়া হয়। দোকানের সমস্ত আসবাবপত্র ভেঙে ফেলারও অভিযোগ। যদিও অভিযুক্ত তৃণমূল নেতা সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন। দক্ষিণ দিনাজপুরের তপন থানার রামপুরের ঘটনা। রাতে ঘটনাস্থলে যায় তপন থানা ও রামপুর ফাঁড়ির পুলিশ।

অভিযোগ, কংক্রিটের পোল ও ইটের গাথনি দেওয়া হয়েছিল দোকানটিতে। তা ভেঙে ফেলা হয়। বৃহস্পতিবার তপন থানায় লিখিত অভিযোগও দায়ের করেন দোকান মালিক কবি কুণ্ডু। রাতে পুলিশ ঘটনাস্থলে যেতেই ক্ষোভ উগরে দেন এলাকার লোকজন। কেন এমন ঘটনা ঘটল তার যথাযথ তদন্তের দাবি তোলেন তাঁরা। পুলিশ ঘটনা খতিয়ে দেখছে। যদিও অভিযুক্ত তৃণমূল নেতা বিশ্বজিৎ দাসের বক্তব্য, বালুরঘাটে বিপ্লব মিত্র জিতবেন তা বিজেপি বুঝে গিয়ে উদ্দেশ্যপ্রণোদিতভাবে এ ধরনের কাজকর্ম করছে।

কবি কুণ্ডুর দোকান সরকারি জায়গার উপরে বলেই দাবি স্থানীয় লোকজনের। এদিকে দোকানের পিছনেই বিশ্বজিৎ দাসের জায়গাটি। যদিও বিজেপির দাবি, এসব শাসকদলের নেতাদের দাদাগিরি। বিজেপির কোর্টে বল ঠেলে পার পাওয়ার চেষ্টা।

Next Article