হিলি: সীমান্ত বাহিনী ও গ্রামবাসীদের বচসা থেকে গড়াল গণ্ডগোল। জনতাকে ছত্রভঙ্গ করতে গুলি চালাল বিএসএফ (BSF)। গুরুতর আহত হলেন এক গ্রামবাসী। এই ঘটনাকে কেন্দ্র করে তীব্র উত্তেজনা দক্ষিণ দিনাজপুরের হিলি এলাকায়।
জানা গিয়েছে, দক্ষিণ দিনাজপুরের ভারত-বাংলাদেশ সীমান্তে নিচা গোবিন্দপুর গ্রামে এদিন সকালে সীমান্ত বাহিনির সঙ্গে বিতর্কে জড়ায় একদল গ্রামবাসী। দীর্ঘক্ষণ তর্কাতর্কি ও বচসা হয়। আর তার পরেই উত্তেজিত জনতাকে ছত্রভঙ্গ করতে বিএসএফ গুলি চালায় বলে অভিযোগ। ছররা গুলিতে আহত হয়েছেন এক গ্রামবাসী। ২৭ বছরের আশরাফুল মোল্লা নামে ওই যুবককে বালুরঘাট জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।
কিন্তু কী নিয়ে এই বিবাদ? জানা গিয়েছে বুধবার সকালে আশরাফুল মোল্লা কয়েকটি প্যাকেট হাতে সীমান্তের দিকে যাচ্ছিলেন। তাঁকে দেখে আটকায় বিএএফ বাহিনী। শুরু হয় তর্কাতর্কি। এরপরই আশরাফুলের গ্রামে রুটিন ভিজিটে আসে বিএসএফ। কিছুক্ষণের মধ্যেই গ্রামবাসীরা একত্রিত হয়ে বিক্ষোভ ও প্রতিবাদ জানাতে থাকে। এর পর গ্রামবাসীদের ছত্রভঙ্গ করতে এর পরেই এক বিএসএফ জওয়ান ছররা গুলি চালায় বলে খবর।
আরও পড়ুন: বিবাহ বহির্ভূত সম্পর্ক ধরা পড়তেই আত্মঘাতী হয়েছিলেন স্ত্রী, প্রতিশোধ নিতে ভাইকে গুলি দাদার!
আহত আশরাফুল মোল্লাকে বালুরঘাট জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয় চিকিৎসার জন্য। এদিকে বিষয়টি জানাজানি হতেই এলাকায় চাঞ্চল্য ছড়ায়। পুরো ঘটনা খতিয়ে দেখছে হিলি থানার পুলিশ।