দক্ষিণ দিনাজপুর: দাম্পত্য কলহের জেরে গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী হলেন পুলিশ কর্মীর স্ত্রী। শুক্রবার দুপুরে চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে দক্ষিণ দিনাজপুরের (South Dinajpur) বুনিয়াদপুর পৌরসভা ৮ নম্বর ওয়ার্ডের হাটপুকুর এলাকায়। মৃতার নাম বিথী দুবে ভট্টাচার্য(৩০)।
শুক্রবার দুপুরে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন ওই গৃহবধূ। বীথির স্বামী সমিত ভট্টাচার্য রাজ্য পুলিশে কর্তব্যরত। তাঁদের ৭ বছরের ও ৪ মাসের দুটি সন্তান রয়েছে। এদিকে ঘটনার পর থেকে পলাতক তাঁর স্বামী। অভিযোগ, বিয়ের পর থেকেই তাঁদের মধ্যে পারিবারিক অশান্তি চলত। শুক্রবার দুপুরে রান্না নিয়ে ফের দু’জনের মধ্যে ঝগড়া হয়।
আরও পড়ুন: ৭ মাসের শিশুকে রাস্তায় ছেড়ে পালানোর চেষ্টা করোনা আক্রান্ত বাবার! তারপর…
এর পরই শোওয়ার ঘরে গিয়ে গলায় ফাঁস দেন বিথী। ঘটনার পরই সমিত ভট্টাচার্য তাঁকে উদ্ধার করে সোজা নিয়ে যান হাসপাতালে। কিন্তু চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করতেই হাসপাতাল থেকেই পালিয়ে যায় সমিত। এদিকে বিষয়টি জানতে পেরেই ঘটনাস্থলে আসে তাঁর বাপের বাড়ির লোকজন। বাপের বাড়ির আত্মীয়-স্বজনদের প্রশ্ন মৃতদেহ উদ্ধার করার এক্তিয়ার সমিতের রয়েছে কিনা। ঘটনাটি খতিয়ে দেখছে পুলিশ।