Balurghat: স্থানীয় বাসিন্দাদের তৎপরতায় রক্ষা, পাচারকারীদের পাল্লায় পড়েও ঘরে ফিরল বালুরঘাটের দুই খুদে

Rupak Sarkar | Edited By: জয়দীপ দাস

Aug 31, 2023 | 9:39 PM

Murshidabad: ঘটনাতে হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে কর্তব্যে গাফিলতির অভিযোগ তুলেছেন মহিলার পরিজনেরা। তাঁদের দাবি, ঠিক মতো চিকিৎসা হয়নি।

Balurghat: স্থানীয় বাসিন্দাদের তৎপরতায় রক্ষা, পাচারকারীদের পাল্লায় পড়েও ঘরে ফিরল বালুরঘাটের দুই খুদে
ঘটনায় ব্যাপক চাঞ্চল্য এলাকায়
Image Credit source: TV-9 Bangla

Follow Us

বালুরঘাট: দক্ষিণ দিনাজপুরে (South Dinajpur) সক্রিয়তা বেড়েছে নারী ও শিশু পাচার চক্রগুলির! সম্প্রতি, তা ভালই টের পাচ্ছিল জেলার পুলিশ। এমতাবস্থায় এবার, হিলির নাবালিকা পাচারের পর এবার বালুরঘাটে সামনে আসল শিশু পাচার চক্রের ঘটনা। ভুল বুঝিয়ে দুই শিশুকে বাড়ি থেকে বের করে আনার অভিযোগ পাচারচক্রীদের বিরুদ্ধে। যদিও স্থানীয় বাসিন্দাদের তৎপরতায় রক্ষা পেয়েছে দুই স্কুল পড়ুয়া। বৃহস্পতিবার সকালে এই ঘটনাকে ঘিরে তুমুল চাঞ্চল্যকর পরিস্থিতি তৈরি হয় বালুরঘাটের নারায়ণপুর স্টেট বাসট্যান্ড সংলগ্ন এলাকায়। যদিও পরবর্তীতে পুলিশি তৎপরতায় উদ্ধার হয়েছে শিশু দুটি।

সূত্রের খবর, এদিন সকালে বালুরঘাট শহরের নারায়ণপুর স্টেট বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় উদ্দেশ্যহীন ভাবে ঘুরছিল দুটি শিশু। যা দেখে কিছুটা সন্দেহ হয় স্থানীয়দের। এরপর তাদের জিজ্ঞাসাবাদ করতেই নানা অসঙ্গতিপূর্ণ কথাবার্তা লক্ষ্য করেন এলাকার বাসিন্দারা। পাঁচ বছর বয়সি ওই শিশুরা কখনও জানায়, তাদের বাড়ি হিলির ত্রিমোহিনী এলাকায়, আবার কখনও বলে তাদের বাড়ি বালুরঘাটের বোয়ালদাড় এলাকায়। যা শুনেই সন্দেহের মাত্রা আরও বাড়তে থাকে স্থানীয় বাসিন্দাদের মধ্যে। এরপরেই শিশু দুটিকে তাঁদের কাছে রেখেই এলাকার বাসিন্দারা খবর দেন বালুরঘাট থানার পুলিশকে। তাদের কথাবার্তাতেই বোঝা যায় তারা কোনও পাচারচক্রের পাল্লায় পড়েছে। ঘটনার খবর পেয়েই তড়িঘড়ি এলাকায় পৌঁছে শিশু দুটিকে উদ্ধার করে বালুরঘাট থানার পুলিশ। প্রাথমিক তদন্তে পুলিশেরও অনুমান, পাচারকারীদেরই পাল্লায় পড়েছিল শিশুটি। তবে যেহেতু তারা বয়সে খুবই ছোট তাই তাদের কথা শুনে ঘটনার পুনর্নির্মাণ করতে খানিকটা চাপে রয়েছে পুলিশ।  

স্থানীয় এক ব্যবসায়ী কৃষ্ণ সরকার বলেন, অনেকেই শিশু দুটিকে উদ্দেশ্যহীনভাবে ঘোরাফেরা করতে দেখেন। তাদের অসঙ্গতিপূর্ণ কথাবার্তায় সন্দেহ হয়। ভুল বুঝিয়ে কেউ তাদের শহরে নিয়ে এসেছিল। পুলিশকে খবর দিয়ে শিশু দুটিকে তাদের হাতে তুলে দেওয়া হয়েছে। বালুরঘাট থানার আইসি শান্তিনাথ পাঁজা জানিয়েছেন, উদ্ধার হওয়া শিশু দুটিকে জিজ্ঞাসাবাদ করে ঘটনার তদন্ত শুরু করা হয়েছে। একইসঙ্গে ঘটনায় পাচার কতটা হাত রয়েছে, কারা কারা জড়িত রয়েছেন সবটাই খতিয়ে দেখছে পুলিশ।

Next Article