Earthquake: সাত সকালে কেঁপে উঠল বাংলা! ভূ-কম্পন অনুভূত উত্তরের একাধিক জেলায়

Kaamalesh Chowdhury | Edited By: Soumya Saha

Dec 02, 2023 | 10:06 AM

Earthquake in Bangladesh: সাত সকালে বাংলাদেশের ভূমিকম্পে কাঁপল উত্তরবঙ্গের বিস্তীর্ণ অঞ্চল। রিখটার স্কেলে ভূমিকম্পের তীব্রতা ছিল ৫.৬। ভূপৃষ্ঠ থেকে ৫৫ কিলোমিটার নীচে ছিল ভূমিকম্পের উপকেন্দ্র। ওপার বাংলার ভূমিকম্পের জেরে দক্ষিণ দিনাজপুর থেকে আলিপুরদুয়ার... উত্তরবঙ্গের বেশ কিছু এলাকায় কম্পন অনুভূত হয়েছে।

Earthquake: সাত সকালে কেঁপে উঠল বাংলা! ভূ-কম্পন অনুভূত উত্তরের একাধিক জেলায়
প্রতীকী ছবি।

Follow Us

দক্ষিণ দিনাজপুর ও বাংলাদেশ: সাত সকালে বাংলাদেশের ভূমিকম্পে কাঁপল উত্তরবঙ্গের বিস্তীর্ণ অঞ্চল। রিখটার স্কেলে ভূমিকম্পের তীব্রতা ছিল ৫.৬। ভূপৃষ্ঠ থেকে ৫৫ কিলোমিটার নীচে ছিল ভূমিকম্পের উপকেন্দ্র। ওপার বাংলার ভূমিকম্পের জেরে দক্ষিণ দিনাজপুর থেকে আলিপুরদুয়ার… উত্তরবঙ্গের বেশ কিছু এলাকায় কম্পন অনুভূত হয়েছে। ভারতীয় সময় অনুযায়ী, সকাল ৯টা ৫ মিনিটে কেঁপে উঠে বাংলাদেশ। প্রাথমিকভাবে জানা যাচ্ছে, ভূমিকম্পের উৎপত্তিস্থল লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার কাছাকাছি। রামগঞ্জ থেকে ৮ কিলোমিটার পূর্ব- উত্তরপূর্বে ছিল ভূমিকম্পের উৎসস্থল। বাংলাদেশের রাজধানী ঢাকা থেকে শুরু করে সিলেট, রাজশাহী, চট্টগ্রাম, নোয়াখালি, কুষ্টিয়া-সহ বিভিন্ন প্রান্তে ভূমিকম্প অনুভূত হয়েছে।

শুধু বাংলাদেশই নয়, এপার বাংলাতেও কম্পন অনুভূত হয়েছে। উত্তরবঙ্গের একাধিক জেলায় মৃদু কম্পন অনুভূত হয়েছে। বিশেষ করে বাংলাদেশ সীমান্তবর্তী এলাকাগুলিতে কম্পন টের পাওয়া গিয়েছে। সাত সকালে এই ভূমিকম্পের জেরে আতঙ্ক ছড়িয়ে পড়ে আমজনতার মনে। ভয়ে অনেকেই বাড়ি-ঘর ছেড়ে বাইরে বেরিয়ে আসেন। অফিস-কাছারির ব্যস্ত সময়ে এই কম্পনের ফলে শোরগোল পড়ে যায় মানুষের মধ্যে। যদিও শনিবার সকালের এই ভূমিকম্পে ওপার বাংলায় বা এপার বাংলায় কোনও হতাহত বা ক্ষয়ক্ষতির তথ্য এখনও পাওয়া যায়নি।

প্রসঙ্গত, গত মাসেই নেপালে এক ভয়ঙ্কর ভূমিকম্প হয়েছিল। সেই কম্পন টের পাওয়া গিয়েছিল কলকাতাতেও। ভূমিকম্পের উৎসস্থল ছিল কলকাতা থেকে  ৯২৫ কিলোমিটার দূরে। সেই ভূমিকম্পের জেরে রাজধানী দিল্লি থেকে শুরু করে উত্তর ভারতের বিস্তীর্ণ অঞ্চল এবং কলকাতাও কেঁপে উঠেছিল।

Next Article