Gangarampur: পাড়ার ‘ভালো দাদা’র নজরে একই পাড়ার চার নাবালিকা, যুবককে হাতেনাতে ধরলেন পড়শিরা

Rupak Ghosh | Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী

Feb 23, 2023 | 9:10 AM

Gangarampur: স্থানীয় সূত্রে জানা যায়, স্থানীয় বাসিন্দা অর্জুন সরকার বুধবার আট বছরের এক নাবালিকাকে প্রলোভন দেখিয়ে স্থানীয় একটি নির্মীয়মান বাড়ির ভেতরে নিয়ে যায়। সেখানে ওই নাবালিকাকে যৌন হেনস্থা করা হয় বলে অভিযোগ।

Gangarampur: পাড়ার ভালো দাদার নজরে একই পাড়ার চার নাবালিকা, যুবককে হাতেনাতে ধরলেন পড়শিরা
খুনের অভিযোগ

Follow Us

দক্ষিণ দিনাজপুর: প্রতিবেশী যুবকের যৌন লালসার শিকার এলাকারই চার শিশু। গ্রামবাসীরাই অভিযুক্ত যুবককে হাতে নাতে ধরে ফেলে৷ বুধবার ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর ব্লকে। খবর পেয়ে ঘটনাস্থলে যায় গঙ্গারামপুর থানার পুলিশ। পরে পুলিশ ওই যুবককে থানায় নিয়ে আসে। এর আগেও ওই যুবক এলাকার নাবালিকাকে যৌন হেনস্থা করেছে বলে অভিযোগ৷ পুরো ঘটনা খতিয়ে দেখছে গঙ্গারামপুর থানার পুলিশ।

স্থানীয় সূত্রে জানা যায়, স্থানীয় বাসিন্দা অর্জুন সরকার বুধবার আট বছরের এক নাবালিকাকে প্রলোভন দেখিয়ে স্থানীয় একটি নির্মীয়মান বাড়ির ভেতরে নিয়ে যায়। সেখানে ওই নাবালিকাকে যৌন হেনস্থা করা হয় বলে অভিযোগ। এমন ঘটনা হাতেনাতে ধরে ফেলে স্থানীয় বাসিন্দারা৷ এরপর ধৃত যুবক অর্জুন সরকারকে ঘিরে ধরে বিক্ষোভ ও চড় থাপ্পড় দেয়। এমন ঘটনা ঘটার পরই আরও তিন শিশুর হদিশ মেলে ওই এলাকায়। তাদের সঙ্গেও একইভাবে যৌন হেনস্থা করে ওই যুবক বলে অভিযোগ করেন স্থানীয় বাসিন্দারা।

এমন ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় গঙ্গারামপুর থানার বিশাল বাহিনী এবং ঘটনাস্থলে গিয়ে অভিযুক্ত অর্জুন সরকারকে আটক করে গঙ্গারামপুর থানায় নিয়ে আসে গঙ্গারামপুর থানার পুলিশ। এরপর গঙ্গারামপুর থানায় গিয়ে সেই চার শিশুর পরিবার অভিযুক্তর বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ দায়ের করে। এরপর অভিযুক্তকে গ্রেফতার করে গঙ্গারামপুর থানার পুলিশ। ধৃত যুবকের বাড়ি ওই এলাকাতেই বলে জানা গেছে। অভিযুক্তের পরিবারের সদস্যরা ঘটনার পর থেকে গা ঢাকা দিয়েছে। তাই তাঁদের কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।  স্থানীয় এক বাসিন্দা বলেন, “এই ধরনের ছেলে গ্রামে ঘোরাফেরা করলে সমস্যা। কীভাবে বাচ্চাদের রাস্তায় ছাড়ব। সবসময়েই চোখে চোখে রাখতে হবে। “

Next Article