Balurghat: দুয়ারে ভাঙছে মদের বোতল, দরজায় ছোড়া হচ্ছে ইট, আতঙ্কের নাম নারায়ণপুর

TV9 Bangla Digital | Edited By: অবন্তিকা প্রামাণিক

Sep 06, 2022 | 1:34 PM

South Dinajpur: বালুরঘাট পৌরসভার ১০ নম্বর ওয়ার্ডের আর্য্য সমিতি নারায়ণপুর এলাকার ঘটনা। জানা গিয়েছে, বিগত বেশ কিছুদিন ধরে ওই এলাকায় ভূতুড়ে কাণ্ড ঘটছে।

Balurghat: দুয়ারে ভাঙছে মদের বোতল, দরজায় ছোড়া হচ্ছে ইট, আতঙ্কের নাম নারায়ণপুর
নারায়ণগড়ে ভুতুড়ে কাণ্ড (নিজস্ব ছবি)

Follow Us

বালুরঘাট: রাত বাড়লেই শুরু হচ্ছে অদ্ভুতুড়ে কাজগুলো। নিকশ কালো অন্ধকারে কেবল দুম-দাম আওয়াজ। কারণ থেকে থেকেই বিভিন্ন বাড়ির দরজায় পড়ছে ইট, পাথর। চুরমার করে মদের বোতল ভাঙার শব্দে কেঁপে উঠছে নিঝুম গলি। দরজা কিংবা জানলার ফাঁক দিয়ে উঁকি দিয়েও দেখা যাচ্ছে না কিছুই। তবে কি সত্যিই অশরীরীদের কুনজরে পড়ল গ্রামটা? নাকি বদ মতলবে দুষ্কৃতী তাণ্ডব? অদ্ভুতুড়ে কাণ্ডকারখানায় এমন প্রশ্নের উত্তর খুঁজতেই আতঙ্কের প্রহর গুনছেন বাসিন্দারা।

বালুরঘাট পৌরসভার ১০ নম্বর ওয়ার্ডের আর্য্য সমিতি নারায়ণপুর এলাকার ঘটনা। জানা গিয়েছে, বিগত বেশ কিছুদিন ধরে ওই এলাকায় ভূতুড়ে কাণ্ড ঘটছে। রাত নামলেই দরজায় দরজায় পড়ছে ঢিল, বাড়ি লক্ষ্য করে ছোঁড়া হচ্ছে পাথর। আবার কোনও কোনও দিন মদের বোতল ভেঙে দেওয়া হচ্ছে এক্কেবারে দুয়ারে। এক দু’জন নয় এলাকার বেশির ভাগ বাড়িতেই এমনটা হচ্ছে। তবে বিগত বেশ কিছু দিন ধরে এমন ঘটনা ঘটলেও কে বা কারা করছে তা আসছে না নজরে। যার ফলে কারা এর পিছনে রয়েছে তা চিহ্নিত করা মুশকিল হয়ে পড়ছে।

সোমবার রাতেও ঠিক এমনই ঘটনা ঘটতেই ফের একবার এলাকায় আতঙ্ক ছড়ায়। একাধিক বাড়িতে ঢিল ও পাথর ছুড়ে মারা হয়৷ প্রথমে সেভাবে বিষয়টিকে পাত্তা না দিলেও বর্তমানে এই ঘটনায় শোরগোল পড়েছে এলাকায়। এদিকে এদিন রাতে ফের ঢিল ও পাথর মারার ঘটনার বাড়ি থেকে বেরিয়ে আসেন সকলে। খবর দেওয়া হয় পুলিশকে। পরে পুলিশ এসে পুরো ঘটনার তদন্ত শুরু করেছে।

এ বিষয়ে স্থানীয় বাসিন্দা বিশ্বজিৎ ঘোষ বলেন, ‘প্রথমে বিষয়টিকে সে ভাবে পাত্তা না দিলেও প্রায় দিনই এই ঘটনা ঘটছে। এলাকার প্রায় প্রতিটি বাড়িতে ঢিল, ইট ও পাথর ছোড়া হচ্ছে। আবার কখনো মদের বোতল ভেঙে রাখা হচ্ছে। আজও এই ঘটনা ঘটায় ফের একবার আতঙ্ক ছড়িয়েছে। পুরো ঘটনা খতিয়ে দেখে যথাযথ ব্যবস্থা নিক পুলিশ। তা না হলে তারা একটা আতঙ্কের মধ্যে রয়েছেন।’ অন্যদিকে, বালুরঘাট থানার পক্ষ থেকে জানানো হয়েছে, খবর পেয়ে ওই এলাকায় গিয়েছিলেন তারা। এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে।

Next Article