দক্ষিণ দিনাজপুর: কখনও শুনেছেন সিগারেট-বিড়িও চুরি হয়! এহেন অভিযোগ শেষ কবে হয়েছে, তা স্মৃতি হাতড়েও মনে করতে পারছেন না পুলিশ কর্তারা। দোকান থেকে গুচ্ছ গুচ্ছ বিড়ি-সিগারেটের প্যাকেট চুরি গিয়েছে। চুরি গিয়েছে আরও বেশ কিছু জিনিস। সব মিলিয়ে মোট ৩০ হাজার টাকার জিনিস। চোরের এহেন ‘মোটিভে’ হতবাক দোকানিও। ক্যাশ বাক্স থেকে খোয়া গিয়েছে নগদ ২০ হাজার টাকা। ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে দক্ষিণ দিনাজপুর হিলি থানার ধলপাড়া পঞ্চায়েতের বাংলাদেশ সীমান্ত লাগোয়া লালপুর এলাকায়। দোকান মালিক প্রফুল্ল মহন্ত থানায় অভিযোগ জানিয়েছেন। অভিযোগের ভিত্তিতে ঘটনাস্থলে যায় হিলি থানার পুলিশ। পরে এনিয়ে অভিযোগ দায়ের করা হয় থানায়। অভিযোগ পেতেই ঘটনার তদন্ত শুরু করেছে হিলি থানার পুলিশ।
হিলি থানার লালপুর এলাকার বাসিন্দা প্রফুল্ল মহন্ত। বাড়ির সঙ্গেই তাঁর মুদির দোকান। গ্রামীণ এলাকার দোকান হওয়ায় বেচাকেনাও বেশ ভাল হয়। অভিযোগ, সোমবার গভীর রাতে দুষ্কৃতীরা দোকানে ঢুকে চুরি করে। দোকান থেকে নগদ ২০ হাজার টাকা সহ বিভিন্ন সামগ্রী চুরি করে নিয়ে যায় দুষ্কৃতীরা। চুরি যাওয়া জিনিসের মধ্যে উল্লেখযোগ্য হল সিগারেট ও বিড়ি। দোকানে যত প্যাকেট সিগারেট ছিল, তা সবই চুরি গিয়েছে। এছাড়াও দোকানে থাকা দু’ধরনের বিড়ির প্যাকেটও চুরি গিয়েছে। পাশাপাশি রাইস ওয়েল, বডি ওয়েল, সার্ফ-সহ কসমেটিক জিনিস চুরি গেছে। সকালে ওই ঘটনা প্রকাশ্যে আসতেই চাঞ্চল্য ছড়ায় এলাকায়। খবর পেয়ে ঘটনাস্থলে আসে হিলি থানার পুলিশ। তবে এই ঘটনায় কাউকে আটক বা গ্রেফতার করতে পারেনি পুলিশ।
এবিষয়ে দোকান মালিক প্রফুল্ল মহন্ত জানান, রাত বারোটার পর তিনি শুয়েছেন। সকালে উঠে দেখেন দোকানের সব জিনিস এলোমেলো অবস্থায় রয়েছে। ভাল করে দেখতেই চুরির বিষয়টি বুঝতে পারেন। দোকানের সিগারেট, বিড়ি নগদ সহ অন্যান্য দামী সামগ্রী চুরি গিয়েছে। এছাড়াও ক্যাশ বাক্সে প্রায় ২০ হাজার টাকা ছিল সেটাও চুরি গেছে৷