BJP Worker Mysterious Death: গাছে বিজেপির বুথ সভাপতির দেহ! খুনের অভিযোগ সুকান্তর

Rupak Sarkar | Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী

Feb 21, 2023 | 4:59 PM

BJP Worker Mysterious Death: জানা গিয়েছে, শিবরাত্রির দিন থেকেই বাড়ি ফেরেননি সমীর। তবে বাড়ির সঙ্গে যোগাযোগ করেছিলেন। মঙ্গলবার সকালে তাঁর ঝুলন্ত দেহ উদ্ধার হয়। দেহ উদ্ধার হয় বাড়ি থেকে বেশ কয়েক কিলোমিটার দূরে ডাঙা গ্রাম পঞ্চায়েতের নামা ডাঙা থেকে।

BJP Worker Mysterious Death: গাছে বিজেপির বুথ সভাপতির দেহ! খুনের অভিযোগ সুকান্তর
বিজেপি কর্মীর ঝুলন্ত দেহ উদ্ধার

Follow Us

বালুরঘাট: বিজেপির বুথ সভাপতির ঝুলন্ত দেহ গাছ থেকে উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য ছড়াল বালুরঘাটে। মৃত বিজেপি বুথ সভাপতির নাম সমীর পাহান(৪০)। বাড়ি বালুরঘাট ব্লকের ভাটপাড়া গ্রাম পঞ্চায়েতের কালাইবাড়িতে। পেশায় শ্রমিক। কালাইবাড়ি বুথের সভাপতি ছিলেন তিনি৷ মঙ্গলবার সকালে বালুরঘাট ব্লকের ডাঙা গ্রাম পঞ্চায়েতের নামাডাঙা ফরেস্ট থেকে সমীরের ঝুলন্ত দেহ উদ্ধার হয়৷ এদিকে যে ভাবে মৃতদেহ উদ্ধার হয়েছে সেই জায়গা থেকে এই মৃত্যু স্বাভাবিক নয় বলেই অভিযোগ পরিবার ও বিজেপির৷ তাঁকে খুন করা হয়েছে বলেই অভিযোগ তুলেছে বিজেপি নেতৃত্বরা। যদিও এই অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল। বিজেপি নেতার ঝুলন্ত দেহ উদ্ধারের সঙ্গে তৃণমূলের কোন যোগাযোগ নেই বলেই জানিয়েছেন তৃণমূলের জেলা কো-অর্ডিনেটর সুভাষ চাকি। এদিকে এনিয়ে পুলিশের দ্বারস্থ হবেন বলে পরিবার ও বিজেপির তরফ থেকে জানানো হয়েছে৷ অভিযোগ পেলে পুরো ঘটনা খতিয়ে দেখা হবে বলে বালুরঘাট থানার পক্ষ থেকে জানানো হয়েছে। এদিকে এনিয়ে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার এনিয়ে টুইট করেছেন। ওই বিজেপি কর্মীকে খুন করা হয়েছে বলেই অভিযোগ করেছেন সুকান্ত মজুমদার। রাজ্যের আইনশৃঙ্খলা নিয়ে প্রশ্ন তোলেন তিনি৷


জানা গিয়েছে, শিবরাত্রির দিন থেকেই বাড়ি ফেরেননি সমীর। তবে বাড়ির সঙ্গে যোগাযোগ করেছিলেন। মঙ্গলবার সকালে তাঁর ঝুলন্ত দেহ উদ্ধার হয়। দেহ উদ্ধার হয় বাড়ি থেকে বেশ কয়েক কিলোমিটার দূরে ডাঙা গ্রাম পঞ্চায়েতের নামা ডাঙা থেকে। এদিন সকালে বিষয়টি নজরে আসে স্থানীয়দের। বিষয়টি জানাজানি হতেই এলাকায় চাঞ্চল্য ছড়ায়। খবর পেয়ে ঘটনাস্থলে যায় বালুরঘাট থানার পুলিশ। পরে পুলিশ দেহটি উদ্ধার করে তা ময়নাতদন্তের জন্য বালুরঘাট জেলা হাসপাতালে পাঠায়। এদিকে বিষয়টি জানাজানি হতেই পরিবার-সহ এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পুরো ঘটনার তদন্ত শুরু করেছে বালুরঘাট থানার পুলিশ।

বিজেপি যুব মোর্চার জেলা সভাপতি শুভ চক্রবর্তী বলেন, “আমাদের কর্মীদের দেহ উদ্ধার হয়েছে। আমাদের অনুমান তৃণমূলের দুষ্কৃতীরাই খুন করে ঝুলিয়ে দিয়েছে। অপরাধীদের দ্রুত গ্রেফতারের দাবি জানাচ্ছি ”

জেলা তৃণমূল কো অর্ডিনেটর সুভাষ চাকি বলেন, “মৃত্যু বেদনাদায়ক। বিজেপি যে সব অভিযোগ করে, তা মিথ্যা। বিশেষভাবে সুকান্তবাবু যা বলেন, তার উল্টোই হয়। যাঁর মৃত্যু হয়েছে, তাঁর বাড়ি ভাটপাড়া অঞ্চলে. মদনডাঙায় দেহ মিলেছে। এটা অস্বাভাবিক মৃত্যু। কারোর বিরুদ্ধে দোষ দিয়ে লাভ নেই। এটা বাজার গরম করার কথা। “

Next Article