Bengal Panchayet Vote: প্রার্থী দিতে না পারলেও অন্যের সৎ প্রার্থীর সঙ্গেই থাকবে আম আদমি পার্টি

Rupak Sarkar | Edited By: সায়নী জোয়ারদার

Feb 20, 2023 | 6:20 PM

South Dinajpur: দক্ষিণ দিনাজপুর জেলা-সহ বেশ কিছু জেলায় এখনও এলাকাভিত্তিক সংগঠন তৈরি হয়নি। তাই তারা সিদ্ধান্ত নিয়েছে যেখানে সংগঠন তৈরি হয়েছে, সেখানে নির্বাচনে লড়তে পারে।

Bengal Panchayet Vote: প্রার্থী দিতে না পারলেও অন্যের সৎ প্রার্থীর সঙ্গেই থাকবে আম আদমি পার্টি
সাংবাদিকদের মুখোমুখি আপ নেতৃত্ব।

Follow Us

বালুরঘাট: পঞ্চায়েত ভোটের আগে ফের বাংলায় সক্রিয়তা বাড়ানোর চেষ্টা আম আদমি পার্টির (AAP)। আসন্ন পঞ্চায়েত নির্বাচনে প্রার্থী দিতে না পারলে যে দল সৎ ও স্বচ্ছ ভাবমূর্তির প্রার্থী দেবে, তাদের সমর্থন করবে অরবিন্দ কেজরিওয়ালের দল। দক্ষিণ দিনাজপুরের বালুরঘাটে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এমনটাই জানালেন দক্ষিণ দিনাজপুর আম আদমি পার্টির ইনচার্জ মৃত্যুঞ্জয় বসাক। তিনি জানান, আম আদমি পার্টি যেসব বুথে নিজেদের সংগঠন শক্তিশালী করতে পেরেছে, সেখানে প্রার্থী দিতে পারে তারা। তবে সবটাই কেন্দ্রের সবুজ সঙ্কেতের উপর নির্ভর করবে। এদিকে জেলা নেতৃত্বকে নিয়ে বালুরঘাটে বিশেষ বৈঠক করেন জেলা ইনচার্জ। মূলত সামনেই পঞ্চায়েত নির্বাচন রয়েছে, সেই বিষয়টিকে সামনে রেখেই এই বৈঠক হয়।

আম আদমি পার্টির পক্ষ থেকে আগেই ঘোষণা করা হয়েছিল, আসন্ন পঞ্চায়েত নির্বাচনে বাংলায় লড়বে তারা। বিভিন্ন জেলায় প্রার্থী দেওয়া হবে দলের তরফে। কিন্তু দক্ষিণ দিনাজপুর জেলা-সহ বেশ কিছু জেলায় এখনও এলাকাভিত্তিক সংগঠন তৈরি হয়নি। তাই তারা সিদ্ধান্ত নিয়েছে যেখানে সংগঠন তৈরি হয়েছে, সেখানে নির্বাচনে লড়তে পারে। যদিও এই সংগঠনের মাটি কতটা শক্ত, তার মাপকাঠিও তৈরি করেছে আপ।

প্রত্যেক জেলার সেই সাংগঠনিক তথ্য ইতিমধ্যে রাজ্য ও কেন্দ্রীয় নেতৃত্বকে পাঠানো হয়েছে। সবুজ সঙ্কেত এলে তারপরই নির্বাচনে লড়ার বিষয়টি স্পষ্ট হবে। যদি প্রার্থী তারা নাও দিতে পারে, সেক্ষেত্রে অন্য রাজনৈতিক দল যাঁকে প্রার্থী করবে, তাঁর ভাবমূর্তি স্বচ্ছ হলে আপ তাঁকেই সমর্থন দেবে। তা তিনি যে দলেরই প্রার্থী হোন না কেন। আপ নেতৃত্বের বক্তব্য, তাদের লড়াই দুর্নীতির বিরুদ্ধে। যেখানে দুর্নীতি থাকবে, প্রতিবাদে তাঁরা সরব হবেন বলে জানান আম আদমি পার্টির জেলা ইনচার্জ মৃত্যুঞ্জয় বসাক।

মৃত্যুঞ্জয় বসাকের বক্তব্য, দক্ষিণ দিনাজপুর জেলার কুশমণ্ডি ও হরিরামপুর ব্লকে আম আদমি পার্টির সংগঠন অনেকটাই শক্তিশালী। পাশাপাশি তপন ও বালুরঘাটেও বেশ কিছু এলাকায় আম আদমি পার্টি নিজেদের সংগঠন মজবুত করেছে। তবে ভোটে লড়ার ক্ষেত্রে আরও কিছু ফ্যাক্টর থাকে। সেগুলি নজরে রেখেই ত্রিস্তরীয় পঞ্চায়েত ভোটে লড়বেন তাঁরা। আম আদমি পার্টির জেলা ইনচার্জ মৃত্যুঞ্জয় বসাক বলেন, “আমরা প্রার্থী দিতে পারলেও খুব সংখ্যক জায়গায় দিতে পারব। তাই যেখানে প্রার্থী দিতে পারব না, বলব তাঁদের এলাকায় সৎ যে প্রার্থী আছেন, তিনি যে দলই হোন, তাঁর সঙ্গেই থাকুন।”

Next Article