কুশমণ্ডি: তৃণমূল ও সিপিএম ছেড়ে পদ্মশিবিরে যোগদান শতাধিক গ্রামবাসীর। রবিবার বিকালে দক্ষিণ দিনাজপুর জেলার কুশমণ্ডি ব্লকের ভেটাহারে বিজেপিতে যোগ দিয়েছেন শতাধিক জন। বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের নেতৃত্বে এই যোগদান কর্মসূচির আয়োজন করা হয়। তৃণমূল ও সিপিএম ছেড়ে আসা এই ব্যক্তিদের হাতে দলীয় পতাকা তুলে দিয়েছেন সুকান্ত মজুমদার। যোগদান কর্মসূচিতে সুকান্ত মজুমদার ছাড়া উপস্থিত ছিলেন জেলা বিজেপির সভাপতি স্বরূপ চৌধুরী, তপনের বিধায়ক বুধরাই টুডু সহ অন্যান্য নেতৃত্বরা। রাস্তাঘাটের পাশাপাশি স্থানীয় এলাকার উন্নয়নের আশায় বিজেপিতে যোগ দিয়েছেন বলে জানিয়েছেন ওই গ্রামবাসীরা।
এই বিষয়ে যোগদানকারীরা জানিয়েছেন, তাঁদের এলাকার রাস্তাঘাটের অবস্থা খারাপ। তাই এলাকার কেউ অসুস্থ হলে চিকিৎসা করাতে নিয়ে যেতে ব্যাপক সমস্যার সম্মুখীন হতে হয়। বামফ্রন্ট শাসনকাল থেকেই এই সমস্যা রয়েছে বলে জানিয়েছেন তাঁরা। তৃণমূল জমানাতেই এই সমস্যার সমাধান হয়নি বলে অভিযোগ তাঁদের। সে জন্যই বিজেপিতে যোগ দেওয়ার কথা জানিয়েছেন তাঁরা।
ই বিষয়ে বিজেপির রাজ্য সভাপতি তথা সাংসদ সুকান্ত মজুমদার বলেন, “সবাই বিজেপিতে যোগদান করবে। বিজেপি দেশকে এগিয়ে নিয়ে যাবে, এ কথা মানুষ বুঝতে পারছে।” তৃণমূলের জেলা সহ-সভাপতি সুভাষ চাকি বলেন, “যাঁরা যোগদান করেছেন, তাঁরা তৃণমূলের কেউ নন। বিগত লোকসভা নির্বাচনের সময় এরা বিজেপি ঘেঁষা হয়েছিল। বিজেপি যে দাবি করছে তা সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন।”