বালুরঘাট: অবশেষে শুরু হল বালুরঘাট ইন্ডোর স্টেডিয়ামের পথচলা। কিছুদিন আগে মালদহের গাজোলে প্রশাসনিক সভা থেকে বালুরঘাট ইনডোর স্টেডিয়ামটি ভার্চুয়ালি উদ্বোধন করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তারপরও বেশ কিছু কাজ অসম্পূর্ণ ছিল। সেই সব কাজ অবশেষে সম্পন্ন হয়েছে। সোমবার সন্ধ্যায় ফিতে কেটে স্টেডিয়ামটি উন্মোচন করা হল। উদ্বোধন করলেন রজ্যের ক্রেতা সুরক্ষা দফতরের মন্ত্রী বিপ্লব মিত্র। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা শাসক বিজিন কৃষ্ণা, সদর মহকুমাশাসক সুমন দাসগুপ্ত, বালুরঘাট পুরসভার চেয়ারম্যান অশোক কুমার মিত্র, জেলা ক্রীড়া সংস্থার সম্পাদক অমিতাভ ঘোষ সহ অন্যান্য প্রশাসনিক আধিকারিক ও বিশিষ্টজনরা।
ব্যাডমিন্টন কোচিং ক্যাম্পের মধ্য দিয়েই এই ইন্ডোর স্টেডিয়ামের পথ চলা শুরু হল। এদিন সন্ধ্যায় নবনির্মিত ইন্ডোর স্টেডিয়ামে প্রশাসনের উদ্যোগে বিনামূল্যে গ্রীষ্মকালীন ব্যাডমিন্টন কোচিং ক্যাম্প চালু করা হয়েছে। মন্ত্রী বিপ্লব মিত্র সেই ক্যাম্প উদ্বোধন করেন। এই কোচিং ক্যাম্প এক মাস ধরে চলবে। এলাকার শিশুরা এই ক্যাম্পে অংশ নিতে পারবেন।
বালুরঘাট শহর সহ জেলার বিভিন্ন প্রান্তে এই ধরনের ইন্ডোর গেমের প্রশিক্ষণ নিয়ে থাকে সারা বছরই বহু শিক্ষার্থী। কিন্তু অত্যাধুনিক মানের জায়গা না থাকার কারণে প্রতিভা থাকলেও বহু ছাত্র-ছাত্রী তাদের প্রতিভা প্রকাশ করার জায়গা পাচ্ছিলেন না। জানা যাচ্ছে, আগামিদিনে এই ইন্ডোর স্টেডিয়ামে রাজ্য স্তরের ব্যাডমিন্টন প্রতিযোগিতা সহ অন্যান্য ইন্ডোর গেম অনুষ্ঠিত হবে। ইন্ডোর স্টেডিয়াম দেখভালের জন্য সদর মহকুমা শাসক ও পুরসভার চেয়ারম্যানকে যুগ্ম ভাবে দায়িত্ব দেওয়া হয়েছে। প্রায় ২০ বছর আগে ইন্ডোর স্টেডিয়াম করার ঘোষণা হলেও দীর্ঘদিন ধরেই সেই কাজ বন্ধ ছিল। অবশেষে পাকাপাকি ভাবে চালু হল স্টেডিয়াম। যার ফলে খুশি জেলার ক্রীড়া মহল।
প্রসঙ্গত, ২০০৪ সালে তৎকালীন বামফ্রন্ট সরকারের ক্রীড়া দফতর বালুরঘাটে ইন্ডোর স্টেডিয়াম তৈরির কথা ঘোষণা করে। এরপর সেই ইন্ডোর স্টেডিয়ামের জায়গা দেখা, ও নানা জটের কারণে দীর্ঘ কয়েক বছর পেরিয়ে যায়। এরপর বালুরঘাট স্টেডিয়ামের পাশেই একটি জায়গায় ইন্ডোর স্টেডিয়ামের কাজ শুরু হয়। পরবর্তীতে নানা জটিলতার কাটিয়ে ওই কাজ শুরু হয়। এরপর একের পর এক কাজের ঠিকাদার পরিবর্তন হয়। বেশ কয়েকটি ধাপে কাজ চলে। অবশেষে ইন্ডোর স্টেডিয়ামের কাজ শেষ হয়ে গিয়েছে। ওই কাজের জন্য ধাপে ধাপে অর্থ বরাদ্দ হয়েছে। সব মিলিয়ে প্রায় সাড়ে চার কোটি টাকা খরচ হয়েছে। ইন্ডোর স্টেডিয়ামে ভিতরে বসার ব্যবস্থা করা হয়েছে। পাশাপাশি গ্যালারিও নির্মিত হয়েছে। এছাড়াও অত্যাধুনিক ব্যবস্থা করা হয়েছে।